ঈশ্বরদী
উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের কামালপুর গ্রামের মৃত আনার আলী
প্রামানিকের প্রথম পুত্র মোঃ
আকমল হোসেন বেকারত্বের সাথে
লড়াই-সংগ্রামের মধ্যে পোল্ট্রি খামার
করে আজ তিনি একজন
সফল পোল্ট্রি খামারী। বাবা
মারা যাওয়ার পর চোখে
তিনি শরসে ফুল দেখতে
পান। দুই
ভাই এক বোনের মধ্যে
আকমল সবার বড় হওয়াতে
পরিবারের সমস্ত দায়িত্ব তার
উপর এসে বর্তায়।
কি করবেন ভেবে পান
না। উচ্চ
মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সময় বাবা
মারা যাওয়াতে তিনি আর লেখা
পড়া করতে পারেননি।
নিজ বসতবাড়ির পাশেই পোল্ট্রি খামার
করে তার সংসারের অর্থের
যোগান দেন আকমল।
আকমল নিজে পোল্ট্রি খামার
করে এলাকার অন্যান্য বেকার
যুবকদেরও পোল্ট্রি খামারে উদ্বুদ্ধও করেছেন।
আকমল জানান, বাবা একজন
ব্যবসায়ী ছিলেন, তিনি মারা
যাওয়াতে অর্থের সংকট হওয়াতে
এলাকার এক বড় ভাইয়ের
পরামর্শে যুব উন্নয়ন থেকে
পোল্ট্রি, গবাদী পশু ও
মাছের উপর তিন মাসের
প্রশিক্ষন নেন। প্রশিক্ষন
নিয়ে এসে নিজ বাড়িতেই
সোনালী জাতের ৫০টি মুরগী
পালন শুরু করেন।
সেই থেকে আর থেমে
থাকেননি আকমল। মুরগী
পালন করে তিনি গোটা
বছরের পারিবারিক ডিমের ও মুরগীর
চাহিদা মিটানোর পর ডিম ও
মুরগী বিক্রি করে বাড়তি
কিছু আয়ও করতে থাকেন। এরপর
থেকে তিনি তার খামারকে
করতে থাকেন।
বর্তমানে তার খামারে ৩
হাজার ২ শত মুরগী
রয়েছে। প্রতিদিন
তিনি ১০ থেকে ১২
হাজার টাকার ডিম বিক্রি
করে থাকেন। আকমল
বলেন, ডিম বিক্রির টাকা
থেকে যে মূনাফা পেয়েছি
তা দিয়ে ছয় বিঘা
জমি ক্রয় করেছি।
একটি পাকা বিল্ডিংও দিয়েছি।
প্রসারিত
এ আর এস পোল্ট্রি
খামারের স্বত্ত্বাধিকারী আকমল আরও বলেন,
মুরগীর বিষ্ঠা দিয়ে পরিবেশ
বান্ধব একটি বড় মাপের
বায়োগ্যাস প্লান্ট করেছি এতে নিজের
পরিবারের রান্নার কাজ শেষ করে
অন্য আরও দুইটি পরিবারে
সাপ্লাই দিতে পেরেছি।
এতে কিছুটা হলেও রান্নার
কাজে দেশের গাছ, কাঠ
বেঁচে যাচ্ছে। তিনি
বলেন, আমার আর্থিক অবস্থা
এবং পোল্টি খামার দেখে
অনেক বেকার ছেলে পোল্টি
ও গবাদী পশুর খামার
করে তারাও আর্থিক ভাবে
স্বাবলম্বী হয়েছে। আকমল
বলেন, আগামীতে একটি পোল্টি ও
পশু ক্লিনিক স্থাপন এবং খামারটি
আরও বেশি প্রসারিত করতে
চাই। একই
সাথে এলাকার বেকার ছেলেদের
আত্ম কর্মসংস্থানের ব্যবস্থা করা। আকমল
বলেন, আমার খামারের পাশের
রাস্তা খারাপ হওয়াতে ডিম,
মুরগী বাজারে আনা নেয়াতে
নানা সমস্যা হয়।
অনেক সময় ডিম ভেঙ্গে
যায় এতে আমার আর্থিক
ক্ষতি হয়। তিনি
তার খামারের রাস্তাটি নির্মানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের
আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
তিনি আরও বলেন, চাকরী
নামের সোনার হরিণের পেছনে
না ঘুরে পোল্টি খামার
করে স্বাবলম্বী হওয়া সম্ভব।
এতে বেকারত্ব ঘুচবে এবং আর্থিক
ভাবে লাভবান হওয়া যায়। তিনি
শিক্ষিত বেকার যুবকদের পোল্টি
খামার করার জন্য আহ্বান
জানান।
ঈশ্বরদী উপজেলা প্রাণী সম্পদ
কর্মকর্তা মহির উদ্দিন বলেন,
আকমল হোসেন পোল্ট্রি খামার
করে সে এখন ঈশ্বরদীর
একজন মডেল খামারী হিসেবে
পরিচিতি লাভ করেছেন।
দাশুড়িয়া ইউনিয়নের কামালপুর গ্রামের মৃত আনার আলী
প্রামানিকের প্রথম পুত্র মোঃ
আকমল হোসেন বেকারত্বের সাথে
লড়াই-সংগ্রামের মধ্যে পোল্ট্রি খামার
করে আজ তিনি একজন
সফল পোল্ট্রি খামারী। আকমল
পোল্ট্রি খামার করে কিছুটা
হলেও দেশের মুরগী ও
ডিমের চাহিদা পূরণ করছে। সেই
সঙ্গে পুষ্টির যোগানও দিচ্ছেন।
আকমল সঠিক পদ্ধতিতে পোল্ট্রি
খামার করে দৃষ্টান্ত স্থাপন
করেছেন। আকমলের
দেখা দেখি ওই এলাকার
যুবকদের মধ্যে পোল্ট্রি খামারের
প্রতিযোগিতা চলে এসেছে।
আকমল এভাবে তার পোল্ট্রি
খামারের কার্যক্রম চালিয়ে যেতে পারলে
আগামীতে আরও ভালো করবে
বলে আশা পোষণ করছি।
0 comments:
মন্তব্য করুন