তেলাপিয়া
বর্তমানে বাংলাদেশের মৎস্য চাষে একটি
গুরুত্বপূর্ণ স্থান দখল করে
আছে। স্থানীয়
বাজারে চাহিদা ও এর
উচ্চ বাজার মূল্যের জন্য
খামারীরা বর্তমানে অধিক হারে এ
মাছ চাষ করছে।
প্রাকৃতিক খাবার গ্রহণের দক্ষতা,
সম্পূরক খাবারের প্রতি আগ্রহ, বিরূপ
প্রাকৃতিক পরিবেশে টিকে থাকা ও
অধিক রোগ প্রতিরোধ ক্ষমতার
কারণে চাষিদের কাছে এর জনপ্রিয়তা
ও দিন দিন বাড়ছে। তাছাড়া
বর্তমানে আন্তর্জাতিক বাজারে ও এর
চাহিদা দিন দিন বৃদ্ধি
পাচ্ছে। তেলাপিয়া
মাছ ১২-৪০ ডিগ্রী সেন্টিগ্রেড
তাপমাত্রায় টিকে থাকে এবং
১৬-৩৫ ডিগ্রী সেন্টিগ্রেড
তাপমাত্রায় বৃদ্ধি প্রাপ্ত হয়। বাংলাদেশের
জলবায়ুতে একই পুকুরে কমপক্ষে
২ বার মনোসেঙ তেলাপিয়ার
চাষ করা যায়।
ভবিষ্যতে আমাদের চাষ পদ্ধতি
ও উৎপাদন ব্যবস্থার উন্নয়ন
করা গেলে তেলাপিয়া মাছের
বিশাল আন্তর্জাতিক বাজারে বাংলাদেশ স্থান
করে নিতে পারবে।
তাই আমাদের দেশেমনোসেক্স তেলাপিয়া
চাষের বেশ উজ্জল সম্ভাবনা
রয়েছে ।
মনোসেক্স
তেলাপিয়া কি
তেলাপিয়া
চাষের বড় সমস্যা হলো
এর অনিয়ন্ত্রিত বংশ বিস্তার।
এই ধরণের অনিয়ন্ত্রিত বংশবিস্তারের
কারণে পুকুরে বিভিন্ন আকারের
তেলাপিয়া মাছ দেখা যায়। এতে
করে আশানুরূপ ফলন পাওয়া যায়
না। প্রকৃতিগতভাবেই
পুরুষ তেলাপিয়া মাছের দৈহিক বৃদ্ধির
হার বেশি। এই
ধারণাকেই কাজে লাগিয়ে শুধুমাত্র
পুরুষ তেলাপিয়া চাষকেই মনোসেক্স তেলাপিয়া
চাষ বলা হয়।
এই প্রজাতি সম্পূক খাদ্য গ্রহণে
অভ্যস্থ্য, প্রতিকূল পরিবেশেও টিকে থাকে, অধিক
ঘনত্বে চাষ করা যায়
এবং প্রজননের জন্য পুকুরের পাড়ে
গর্ত করে না বিধায়
বর্তমানে শুধুমাত্র পুরুষ তেলাপিয়া বা
মনোসেক্স তেলাপিয়া চাষে খামারীদের আগ্রহ
বাড়ছে।
মনোসেক্স
তেলাপিয়ার চাষ পদ্ধতি:
মনোসেক্স তেলাপিয়া দুই ধাপে অর্থাৎ
নার্সারি ও মজুদ পুকুরে
চাষ করা হয়।
এতে করে কম সময়ে
একই পুকুর হতে অনেক
বেশি উৎপাদন পাওয়া সম্ভব।
নার্সারি
পুকুর নির্বাচন:
দেড় ফুট থেকে চার
ফুট গভীরতার পুকুর তেলাপিয়া নার্সারির
জন্য অত্যন্ত উপযোগী। পুকরে
নির্বাচনের সময় খেয়াল রাখতে
হবে-
1. পুকুরের পাড়সমূহ যেন মজবুত ও
বন্যামুক্ত থাকে;
2. পুকুরে পর্যাপ্ত সূর্যের
আলো পড়ে;
3. পুকুরটি যেন জলজ আগাছামুক্ত
থাকে।
নার্সারি
ব্যবস্থাপনা:
- প্রথমেই সম্পূর্ণ পুকুর শুকিয়ে অথবা রোটেনন ওষুধ প্রয়োগ করে রাক্ষুসে ও অবাঞ্ছিত মাছ দূর করে নিতে হবে;
- এরপর প্রতি শতকে ১ কেজি চুন, ৫-৭ কেজি গোবর, ১০০-১৫০ গ্রাম ইউরিয়া, ৫০-৭৫ গ্রাম টিএসপি ও ২০ গ্রাম এমওপি সার প্রয়োগ করতে হবে;
- পুকুরের চারিদিকে জাল দিয়ে এমনভাবে ঘিরে দিতে হবে যেন ব্যাঙ বা সাপের উপদ্রব না হয়;
- সার প্রয়োগের ৫-৭ দিন পর প্রতি শতকের জন্য ২১-২৮ দিন বয়সের ১০০০-২০০০ টি মনোসেঙ তেলাপিয়ার পোনা মজুদ করতে হবে;
- মজুদকৃত পোনার মোট ওজনের ১০-১৫% হারে ৩৫% আমিষ সমৃদ্ধ খাবার দিনে ৩-৪ বার দিতে হবে। এভাবে নার্সারি পুকুরে ৪০-৬০ দিন পোনা পালন করে পোনার ওজন ২০-৩০ গ্রাম হলে মজুদ পুকুরে ছাড়তে হবে।
মজুদ পুকুর ব্যবস্থাপনা:
- মজুদ পুকুরের গভীরতা কোন সমস্যা নয়। ফলে বেশি গভীরতার পুকুরকেও তেলাপিয়া মাছ চাষে ব্যবহার করা যায়।
- প্রথমেই সম্পূর্ণ পুকুর শুকিয়ে অথবা বারবার জাল টেনে কিংবা রোটেনন ওষুধ প্রয়োগ করে রাক্ষুসে ও অবাঞ্ছিত মাছ দূর করে নিতে হবে;
- এরপর প্রতি শতকে ১ কেজি চুন, ৫-৭ কেজি গোবর, ১০০-১৫০ গ্রাম ইউরিয়া, ৫০-৭৫ গ্রাম টিএসপি ও ২০ গ্রাম এমওপি সার প্রয়োগ করতে হবে;
- সার দেয়ার ৫-৭ দিন পর যখন পুকুরে পর্যাপ্ত প্রাকৃতিক খাবার তৈরি হবে তখন নার্সারি পুকুরে উৎপাদিত ২০-২৫ গ্রাম ওজনের পোনা থেকে প্রতি শতকে ২০০-২৫০ টি হারে পোনা মজুদ করতে হবে;
- পুকুরে প্রাকৃতিক খাবারের যাতে অভাব না হয় সেজন্য প্রতি ৭ দিন পরপর প্রতি শতকে ৪-৫ কেজি গোবর, ২-৩ কেজি মুরগীর বিষ্ঠা, ৩৫ গ্রাম ইউরিয়া ও ২০ গ্রাম টিএসপি সার দিতে হবে। তবে পরবর্তীতে খাবার প্রয়োগের পরিমান বেড়ে গেলে সার প্রয়োগ বন্ধ করে দিতে হবে।
- মাছের গড় ওজন যখন ১০০ গ্রামের বেশি হয় তখন থেকেই দৈনিক ৫% হারে পুকুরের পানি পরিবর্তন করে দিলে ভাল ফল পাওয়া যায়।
- মজুদের ১০০-১২০ দিন পর থেকে মাছের গড় ওজন ২০০-২৫০ গ্রাম হয়ে যায়। তখন থেকেই মাছ বিক্রি করা যেতে পারে। যখন মাছের গড় ওজন ৩০০-৫০০ গ্রাম হয় তখন বাজারের চাহিদার ওপর ভিত্তি করে সব মাছ ধরে ফেলতে হয়।।
খাদ্য
তালিকা:
খাবারের
শ্রেণী মাছের
গড় দৈনিক
ওজন (গ্রাম) দৈনিত
খাদ্য প্রয়োগের হার (দেহ ওজনের) বার/দিন
স্টার্টার-১ ২০-২৫ ৮-১০% ৩
স্টার্টার-২ ৫০-১০০ ৬-৮% ৩
স্টার্টার-৩
গ্রোয়ার-১ ১০০-২০০ ৫-৬% ৩
গ্রোয়ার-২ ২০০
এর উর্দ্ধে ১.৫-৪% ৩
শেষ কথা:
বর্তমানে
পৃথিবীব্যাপী মনোসেক্স তেলাপিয়া মাছেল বাজার সমপ্রসারিত
হচ্ছে। আমাদের
দেশের প্রকৃতি ও আবহাওয়া মনোসেক্স
তেলাপিয়া চাষের জন্য খুবই
উপযোগী। তাছাড়া
চাষে কম সময়, সম্পূরক
খাদ্য গ্রহণে অভ্যস্থতা, দ্রুত
বেড়ে ওঠার ক্ষমতা, সর্বোপরি
বাজার মূল্য বেশি থাকায়
বর্তমানে অধিকাংশ মৎস্য চাষিমনোসেক্স তেলাপিয়া
চাষে এগিয়ে আসছেন।
আমিষের
চাহিদা পূরণ করে অর্থনৈতিকভাবে
সাবলম্বি হতে মনোসেক্স তেলাপিয়া
চাষ উন্মোচন করতে পারে সম্ভাবনা
নতুন দুয়ার।
40 comments:
উপরোক্ত নিয়মে মনোসেক্স তেলাপিয়ার চাষ করলে স্বাভাবিক নিয়মে খামারে চার মাসের প্রতি সপ্তাহে মাছের ওজনের একটা তালিকা দিলে ভালো হতো।
এটা খামারীরা নিজেরাই করতে হবে। কোন খামারে ওজন কম হয় আবার কোন খামারে ওজন বেশী হয়।
ভালো পোনা কোথায় পাওয়া যায়? ৩-৬ মাসে প্রতিটি মনোসেক্স তেলাপিয়া ১/১.৫ কেজি হয় বলে শুনেছি কিন্তু কতটুকু সত্য জানিনা। আমি একজন নতুন খামারি হিসেবে উন্নত জাতের পোনা কোথায় পেতে পারি? সহযোগিতা করলে খুশি হবো। মোবাইল-০১৮১৫ ৩৬৫৯১৫/০১৭১৯ ০৫৬৯৩৪ মন্টু, খুরুশকুল, সদর, কক্সবাজার
ইমেইল-mantusarker@gmail.com
ধন্যবাদ পরামর্শ চাওয়ার জন্য। আপনি চট্টগ্রামের হাটহাজারীর বড়দিঘিতে "বড়দিঘি এগ্রো ফিশারিজ" -তে যোগাযোগ করে দেখেন। মালিক নজরুল ইসলাম আরজু। তাঁর একটি মনোসেক্স তেলাপিয়ার হ্যাচারী আছে, নাম 'থাই বাংলা হ্যাচারি’।
মনোসেক্স হাইব্রিড তেলাপিয়ার পোনা উৎপাদন ও সরবরাহ করাই হচ্ছে এই হ্যাচারির মূল লক্ষ্য। আমার তাদের কোন ফোন নম্বর নেই।
৩ মাসে মনোসেক্স তেলাপিয়া ২৫০ গ্রাম থেকে ৩০০ গ্রাম হয়। আপনারা শুরু করতে পারেন। ফেব্রুয়ারী থেকে তেলাপিয়ার পোনা বিক্রি শুরু হয়। দুটো ফসল ঘরে তুলতে পারবেন। ৩০ শতাংশ পুকুরে ২ ফসলে যদি ঠিকভাবে করতে পারেন তবে, ৪-৫ লাখ নিট লাভ হবে। যোগাযোগ রাখবেন। ধন্যবাদ।
বাদল ভাই
আপনার পরামর্শের জন্য ধন্যবাদ। আমি বর্তমানে দুটি নতুন পুকুর করেছি। প্রতিটির আয়তন ২০শতক। আমি চাচ্ছি একটিতে মনোসেক্স তেলাপিয়া এবং অন্যটিতে দেশী মাগুরের চাষ করবো।
সে উদ্দেশ্যে পুকুর দুটি আপনার সাইটে উল্লিখিত নির্দেশনা অনুসরণে মোটামুটি প্রস্তুত করেছি মনে হচ্ছে।
গত ০৪ ফ্রেব্রুয়ারি ২০১৪ তারিখ বিকালে প্রতিটি পুকুরে ক)০৩ কেজি ইউরিয়া খ)১.৫ কেজি টিএসপি গ) ০.৫ কেজি এমওপি ঙ)৪০০ কেজি গোবর ছিটিয়ে দিয়েছি তারপরদিন ০৫ ফেব্রুয়ারি ২০১৪
তারিখ সকালে ২০ কেজি চুন ছিটিয়ে দিয়েছি।
এ ছাড়া পেরিফাইটন পদ্ধতি অনুসরণে প্রতি ৩ফুট অন্তর অন্তর ৩-৫ইঞ্চি ব্যাসের সোজা গাছের কঞ্চি পুতে দিয়েছি। গাছের কঞ্চিগুলো কাঁচা। বর্তমানে পানি ২-৬ইঞ্চি।
আমার পুকুরের তলার মাটি এটেল (ইট পোড়ানোর মাটি)এবং আমি চাষ করবো ডিপ টিউপওয়েলের পানি দিয়ে। তাই
বাদল ভাই
ক) আমার প্রশ্ন হলো যদি তেলাপিয়া চাষ করি তাহলে প্রতিটিতে (২০শতকে) কতটি পোনা(২১-২৮ দিনের) দেয়া যাবে?
খ) দেশি মাগুরের চাষ করলে প্রতিটিতে (২০শতকে) কতটি পোনা দেয়া যাবে?
গ) যদি মিশ্র পদ্ধতিতে তেলাপিয়া ও দেশি মাগুরের চাষ করি তাহলে কি হারে পোনা দিতে হবে?
ঘ) আপনার পছন্দ অনুসারে কিভাবে কোন মাছের চাষ করলে ভালো হবে?
ঙ) পুষ্ঠিগুনসম্পন্ন সহজলভ্য কোন খাদ্য দেয়া যায় এবং খাদ্য প্রয়োগের পরিমাণ কি হবে?
চ) কোন চাষে ন্যুনতম কত ফুট পানি রাখতে হবে?
বাদল ভাই আপনাকে বিরক্ত করার জন্য কিছু মনে করবেন না। পরামর্শ দিলে খুশি হবো।
দৃষ্টি আকর্ষণ- বাদল ভাই ছাড়াও অন্য যে কেউ আমাকে পরামর্শ দিতে পারেন। আপনাদের সহযোগিতার অপেক্ষায় রইলাম। আবারও সবাইকে ধন্যবান। সবাই ভালো থাকবেন।
আমার ঠিকানা
মন্টু, খুরুশকুল, সদর, কক্সবাজার
মোবাইল-০১৮১৫ ৩৬৫৯১৫/০১৭১৯ ০৫৬৯৩৪
ইমেইল-mantusarker@gmail.com
ধন্যবাদ। আপনাদের যেহেতু পুকুর ২টি। আপনারা মিশ্র চাষের দিকে যাবেন না। একটিতে দেশি মাগুর এবং অন্যটিতে মনোসেক্স তেলাপিয়ার চাষ করতে পারেন। শতক প্রতি তেলাপিয়ার ৪০০-৫০০টি আর মাগুর ৫০০-৬০০টি। দেশি মাগুর মাছের জন্য ১.৫ মিটার পানি যথেষ্ট। আর তেলাপিয়ার জন্য বেশি পানি হলেও কোন সমস্যা নেই। ফেরিপাইরিন পদ্ধতি তেলাপিয়ার জন্য ভাল, কিন্তু মাগুর চাষে এটা অপ্রয়োজনীয়।খেয়াল রাখবেন যাতে পুকুরে কোন রাক্ষুশে মাছ, ব্যাঙ, সাপ ইত্যাদি না থাকে এবং না ঢুকতে পারে।
আর পোস্টে খাবারের একটা তালিকা আছে, সে হিসেবে খাবার দিবেন। তেলাপিয়া এবং মাগুর মাছের খাদ্যে আমিষের পরিমান শতকরা ৩০ ভাগের উপরে থাকতে হবে।পরাগন বা আফতাবের ভাসমান খাবার দিতে পারেন অথবা খাবার নিজেরাও বানিয়ে দিতে পারেন।
ধন্যাবাদ।
ধন্যবাদ বাদল ভাই
দোয়া করবেন।
আপনার মোবাইল নম্বর টা দিলে আরো ভালো লাগতো।
বাদল ভাই
কেমন আছেন? ২১-২৮ দিন বয়সী মনোসেক্স তেলাপিয়া কি সরাসরি মজুদ পুকুরে দেয়া যায় কিনা?
২১-২৮ দিনের তেলাপিয়ার পোনা কি নার্সিং করার প্রয়োজন আছে? যদি নার্সিং করতে হয় তাহলে কতদিন করতে হবে?
আমি ভাল আছি। ২১-২৮ দিন বয়সের তেলাপিয়া প্রথমে নার্সারী পুকুরে ৪০-৬০দিন রেখে নার্সিং করতে হবে। এর পর তা মজুদ পুকুরে ছাড়তে হবে।
Badol vai kemon achen? Vai ami telapiya mach chas korte chachhi...amr pukur aktai..50 shotangsho. Akhon ami ki ai pukurer vitore net diye geraw kore olpo jaigar modde narshing korte pari...
রাশেদুল ভাই ধন্যবাদ। আমি ভাল আছি। এমন পোনা পুকুরে ফেলুন যাতে আলাদাভাবে নার্সিং করতে না হয়।
বাদোল ভাই কেমন আছেন। বাদোল ভাই আমি জানতে চাই যে মানোসেক্স তেলাপিয়া মাছের খাবার আমরা কি ভাবে বাড়িতে তৈরিকরতে পারি।
বাদল ভাই,
"৩০ শতাংশ পুকুরে ২ ফসলে যদি ঠিকভাবে করতে পারলে ৪-৫ লাখ নিট লাভ হবে"
খাদ্য ব্যবস্থাপনা সহ বিস্তারিত একটি রাফ বাজেট পাব?
aamamund1@gmail.com
এ লিংকে গিয়ে দেখৃন:
http://www.udyokta.com/2013/05/blog-post_9633.html
বাদল ভাই,
মনোসেক্স তেলাপিয়া-৪০০০(২ইঞ্চি),বাংলাদেশ মৎস্য গবেষণা হতে প্রাপ্ত গিফট তেলাপিয়া-৪০০০(১-৩ইঞ্চি), পাশের পুরোনো পুকুর হতে বিগহেড-৩৫(১০০গ্রাম), মৃগেল-৪০(১০০গ্রাম), কাতলা-৩০(৩০গ্রাম), রুই-১০টি(৭০গ্রাম) এক সাথে চাষ করি ২৪-২৮ফেব্রুয়ারি ২০১৪ তারিখে। গত ০৪ জুলাই ২০১৪ তারিখ ১ম ধাপ মাছ ধরি। তাতে তেলাপিয়া-৩৮০কেজি (৪-৭টি/কেজি)এবং বিগহেড ৩৪ কেজি (প্রতিটি ১ কেজির উপর)মাছ ধরি। বর্তমানে প্রতিটি মৃগেল ২০০ গ্রামের উপর কাতলা ১.৫ কেজির উপর। কাতলার তেলাপিয়া ও কাতলার বৃদ্ধি খুবই চমৎকার মনে হয়েছে। বর্তমানে পুকুরে পানির পরিমাণ ৬ ফুটের সামান্য উপর। এখন তেলাপিয়ার সাথে পাঙ্গাস পোনা (২-৩ইঞ্চি)দেয়ার চিন্তা করছি। আপনার সার্বিক মন্তব্য/পরামর্শ কামনা করি।
আপাতত: পাঙ্গাস মাছের চিন্তা না করার ভাল, তাতে মাছের ঘনত্ব বেড়ে যাবে।
ঘহহফফ৪
hi
vai ki vabe telapiyar cash kora jabe
প্রথমে আপনাকে জানাই সালাম ও ঈদ মোবারক। আমি ১ বিঘা পুকুরে ৫৫০০টি ২৭ দিনের মনসেক্স তেলাপিয়া ছাড়ি। যার বয়স এখন ৮০ দিন ওজন প্রতিটির ৫০ গ্রাম । যা আসানরুপ নয়। আমি ৬% হারে খাবার প্রদান করছি। কেন মাছের গ্রোথ কম বুঝিতে পারসি না । আপনার সহযোগিতা আশা করছি, দয়া করে হেল্প করুন। @ হিমেল, রাজশাহী
Anonymous: আপনি কি খাবার দিচ্ছেন বিস্তারিত জানাবেন।
প্রথমে জানাই সালাম, আমি সকালে ৮ কেজি ২৮% প্রোটিন যুক্ত গ্রোয়ার-২ ফিড, দুপুরে ৪ কেজি খৈল ও ৪ কেজি রাইস পালিসের মিশ্রণ ও বিকালে শুধু ২ কেজি রাইস পালিস খাওয়াচ্ছি। আমাদের এখানে খামারিরা একক চাষ করেনা । তারা বলছে মিশ্র চাষে মাছ ৩ মাসে ২৫০-৩০০ গ্রাম হয়, একক চাষে হয় না। আরও জানাই আমি পোনা ময়মনসিং থেকে এনেছি। হিমেল@রাজশাহী
বাদল ভাই,
আপনাকে ধন্যবাদ এত সুন্দর তত্ত্ব মূলক আর্টিকেল লেখার জন্য। কমেন্ট গুলো পড়ে মনে হল অনেক মানুষ মাছ চাষে আগ্রহী এবং আপনার পরার্মশ অনুযায়ী মাছ চাষ করে উপকার পাচ্ছে। তবে মাছের পোনা প্রাপ্তি নিয়ে যারা সমস্যাই আছেন তারা এই সাইট টা দেখতে পারেন এরা বাংলাদেশের যে কোন প্রান্তে হোম সার্ভিস প্রদান করে।। fishmarketbd.com
ধন্যবাদ, আপনি চাইলে আপনার সাইট দিয়ে আমি বিনামূল্যে একটা দিতে পারি।
@বাংলাদেশের কৃষি ধন্যবাদ, আপনি সাইড এড করে দিন
Please send me your logo.
ভাই আপনার ইমেইল বা মোবাইল নাম্বার দিলে ভাল হয় ।
Logo send করতে চাই
I am admin of fishmarketbd.com
email: azitbarman@gmail.com
skype: azitbarman22
mobile: 01919068995
Please check your mail.
আপনার নাম্বার টা যদি দিতেন
ভাইয়া মজুদ পোনা ফরিদপুর এ কোথায় পাবো?
ভাই আমার মাছের রং সাদা কিদিলে কালো হবে
kolkata tay 20 gm er rate kato?r kothay powa jabay? mobile no 09735469648
আপনি কি বোঝাতে চেয়েছেন, আমি ক্লিয়ার না।
Dadavai ami India te westbengal er Daspur Ghatal a thaki Pin-721146 Desi Magur er Bachhap pona kothai pabo bolte parle khub khusi hobo
দাদা আমিতো বাংলাদেশের কথা বলতে পারবো, আপনাদের ওখানে কোথায় পাওয়া যায় আমি জানি না।
ভাই -- অাশা করি ভালো অাছেন। অামি ২৭ শতক পুকুরে মনো: তেলাপুয়া চাষ করতে চাই। শীতকালে পুকুরে পানি শুকিয়ে যায় কিন্ত গভীর নলকূপ দিয়ে পানি সরবরাহ করা যাবে। অামার প্রশ্ন হলো :
১। ডিপ টিবওয়েল এর নতুন পানিতে কোন সমস্যা হবে কি ??
২। ২৭ শতক পুকুরে কি পরিমান পোনা ছাড়ব ??
৩। কি পরমান খাবার দিব এবং খাবার কি নিজে বাড়িতে তৈরী করব না কি বাজারে পাওয়া যাবে ??
৪। অামার বাড়ি রাজশাহীতে বিধায় মাছের পোনা কাছা কাছি কোথায় পাবো ???
৫। মাছের খাবার এবং পোনার অানুমানিক মুল্য কত হতে পারে ??
দয়াকরে বিরক্ত না হয়ে জানালে উপকূত হবো।
Vai pukur toiri korar por telapia mach ki narsari ta na rake sorasori chas kora jai na? jodi chas kora jai tobe koto din er pona charta hoba. ar kishoregonj er kotao ki monosex telapia mach er pona paoa jai?? ebon kothai ei pona paoa jai tar tikana ebong phone number ta diben please.
আগের মন্তব্যগুলো দেখুন, বুঝতে পারবেন।
ভাই আমার ১১০ শতক পুকুরের জন্য ২৫দিনের ৫০০০০ মনোসেক্স মওজুদ আছে।এখন মেগা ফিডের গুড়া খাদ্য খাওয়াচ্ছি আশাকরি খুব দ্রুত দানা খাদ্য খাওয়াবো।কিন্তু এটা খুব ব্যায় বহুল।আপনি গোবর মুরগির বিস্টা ও সার দিয়ে যে খাবার দিতে বলছেন এতে মাছের কোন ক্ষতি হবে নাতো ।এই জন্য প্রশ্ন করছি যে স্হানীও মৎস অফিসার মুরগির বিস্টাকে মাছের জন্য বিশ বলছে।আমি এখন কি করব আপনার তথ্য মত খওয়াবো নাকি দুই টাই সমানে খাওয়াবো ।দয়া করে যানালে খুব উপকৃত হব।
আপনি যদি নতুন হয়ে থাকেন তবে, নিজের বানানো খাবার এখন খাবাবেন না। আপতত: যেটা খাওয়াচ্ছেন সেটা খাওয়াতে থাকুন।
মন্তব্য করুন