সবচেয়ে বহুল ব্যবহৃত ফরেক্স ইন্ডিকেটর

DEMA এবং TEMA :

আমরা ট্রেডিং চার্টে বিভিন্ন ধরনের ইন্ডিকেটর ব্যবহার করে থাকি । এর মধ্যে সবচেয়ে বহুল ব্যবহৃত ইন্ডিকেটর কোনটি তা যে কোন ট্রেডারকে জিজ্ঞাসা করা হলে তিনি এক বাক্যে স্বীকার করবেন যেসবচেয়ে অধিক পরিমাণে ব্যবহৃত ইন্ডিকেটরটি হচ্ছে মুভিং এভারেজ । আমরা মুভিং এভারেজ হিসেবে SMA আর EMA এর ব্যবহারের কথা প্রায় সবাই কম-বেশী জানি ।

সহজ ট্রেডিং স্ট্রাটেজী হিসেবে দুইটা ভিন্ন মুভিং এভারেজের ক্রস-ওভারের ব্যবহার আমরা অনেকেই করে থাকি । কিন্তু এই ক্রস-ওভার খুব বেশী দেরীতে ঘটলে সঠিক সময়ে ট্রেড ওপেন এবং ক্লোজ করা থেকে আমরা বঞ্চিত হই । আবার যদি খুব অল্প পিরিয়ডের মুভিং এভারেজ ব্যবহার করা হয় তাহলে হয়ত খুব তাড়াতাড়ি ক্রস-ওভার দেখতে পাওয়া যাবে,কিন্তু এই ক্রস-ওভার খুব বেশী পরিমাণে ফেক (ভুলট্রেন্ড সম্পর্কে বার্তা দিতে পারে যা ট্রেডের জন্য খুবই বিপদজনক ।

কিছু সংখ্যক অভিজ্ঞ ট্রেডার এবং প্রোগ্রামার মিলে এক নতুন ধরনের মুভিং এভারেজ তৈরী করেছেন যার নাম হচ্ছে DEMA এবং TEMA. এই DEMA এবং TEMA হচ্ছে মূলতঃ Double EMA এবং Triple EMA, এই মুভিং এভারেজগুলো তৈরীর ফর্মূলাটা ইন্টারনেটে দেওয়া আছেতবে এই ফর্মূলা আমাদের জানার কোন প্রয়োজন নেই,শুধু এদের ব্যবহার কিভাবে করতে হবে তা জানলেই চলবে ।

প্রথমে আমরা USD-CHF এর 30 Minute চার্টে শুধুমাত্র 26 SMA এর ব্যবহার দেখি —

ছবি পোস্ট করা হয়েছে





উপরের চার্টে আমরা 26 SMA এর সাথে 26 EMA যোগ করি এবং তাদের পারস্পরিক পরিবর্তনগুলো লক্ষ্য করি —

ছবি পোস্ট করা হয়েছে


এবার আমরা উপরের চার্টে 26 SMA এবং 26 EMA এর সাথে 26 DEMA যোগ করি এবং মুভিং এভারেজগুলোর ভূমিকার মধ্যে পারস্পরিক পরিবর্তনগুলো লক্ষ্য করি —

ছবি পোস্ট করা হয়েছে


এবার আমরা উপরের চার্টে 26 SMA, 26 EMA এবং 26 DEMA এর সাথে26TEMA যোগ করি এবং মুভিং এভারেজগুলোর ভূমিকার মধ্যে পারস্পরিক পরিবর্তনগুলো লক্ষ্য করি —

ছবি পোস্ট করা হয়েছে


আমরা উপরের চার্টে 26 Period এর চার রকমের মুভিং এভারেজের ভূমিকাগুলোর মধ্যে পারস্পরিক তুলনা করে বুঝতে পারছি যে, ট্রেডিং চার্টে বড় পিরিয়ডের মুভিং এভারেজ দিয়েও অনেক ভাল ভাবে মার্কেটের ট্রেন্ড নির্ণয় করা যায় ।

বিশেষ দ্রষ্টব্য সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে এই মুভিং এভারেজ ব্যবহার করে এখন পর্যন্ত কোন ট্রেড সম্পন্ন করা হয় নাই । কাজেই কোন টাইম ফ্রেম কিংবা, কোন কারেন্সী পেয়ার ভাল হবে তা নিয়ে কোন প্রশ্ন না করাই সমুচিত হবে - এই কাজটি যার যার দায়িত্বে ছেড়ে দেওয়া হল । যারা DEMA এবং TEMA ব্যবহার করে ট্রেড করতে চান, তারা নিজ দায়িত্বে নিজেদের ট্রেড নিজেরাই করবেন ।

1. Trader Wawasan MACD

2. Trader Wawasan MACD 2

3 Trader Wawasan HA অথবা, এটি কাজ না করলে Heiken Ashi Smoothed


আরও একটা বিষয় হচ্ছে যে, কোন টাইম ফ্রেম এই চারটা (4) ইন্ডিকেটর দিয়ে ট্রেড করার জন্য সবচেয়ে ভাল ।


সংযুক্ত ফাইল

  • সংযুক্ত ফাইল  DEMA.mq4 (1.85K)
    ডাউনলোড সংখ্যা: 39
  • সংযুক্ত ফাইল  TEMA.mq4 (2.5K)
    ডাউনলোড সংখ্যা: 39