ফরেক্স বেসিক


পিপস এবং পিপেটিস
Pips (পিপস সম্পর্কে স্বছ ধারণা থাকা প্রয়োজনকেননা –
4এক্স মার্কেটের মুভমেন্ট পিপস এর সাহায্যে গণনা করা হয়। প্রায়শই শুনবেন ইউরো/উ.এস.ডি আজকে ২০০ পিপস বেড়েছে। মার্কেট খুব মুভ করছে, ৫ মিনিটেই ১০০ পিপস বেড়েছে ইত্যাদি।


  •   Pips (পিপস)
  •   Pipettes (পিপেটিস):
  •  কয় পিপস পরিবর্তন হল

  • এখানে আমরা তিনটি নতুন শব্দের সাথে পরিচিত হয়েছি, ও পিপ। এসব আসলে কি?
    পিপঃ
    কারেন্সিতে সবচেয়ে ছোট পরিবর্তনের ইউনিটের নাম পিপ। ১০০ সেন্ট (পয়সা) এ যেরকম ১ ডলার (টাকা) হয় সেরকম ১০০ পিপে ১ সেন্ট (পয়সা) হয়। এটি ক্ষুদ্র ইউনিট কিন্তু যখন কেনা বেচার পরিমাণ অনেক হয় তখন এই সামান্য পরিবর্তন ডলারের হিসেবে অনেক হয়। উদাঃ টাকায় ১ পিপ বৃদ্ধি পেলে ১ টাকায় লাভ হয় ১ পয়সার ১০০ ভাগের এক ভাগ কিন্তু ১ লটে (১ লাখ টাকায়) লাভ হয় ১০ টাকা। মনে করুণ EUR/USD 1.3050 থেকে বৃদ্ধি পেয়ে 1.3051 হল, তাহলে EUR/USD এর দাম ১ পিপ বৃদ্ধি পেল।
    Pipettes (পিপেটিস):
    কিছু কিছু ব্রোকারে প্রাইস দশমিকের পরে ৫ ডিজিট থাকে। যেমনঃ ১.৪২৫৬১. এই পঞ্চম ডিজিট তাই হল পিপেটি। সুতরাং প্রাইস যদি ১.৪২৫৬১ থেকে ১.৪২৬৬৭ এ যায়, তবে বুঝতে হবে
    লট/ভলিউম
    লট ব্যাপারটি অনেক সহজ। কিন্তু আপনি যখন ইউনিটের হিসাবে যাবেন, তখন তা আপনার কাছে জটিল মনে হবে। তাই আমরা এখানে ইউনিটের হিসাবে যাব না বরং সহজ ভাবে বোঝানোর চেষ্টা করবো। ইউনিটের ক্যালকুলেশন জানতে বেবীপিপসে দেখুন।
    4এক্স মার্কেটে আমরা প্রতি পিপস মুভমেন্টে লাভ করতে পারি। অর্থাৎ প্রাইস ১.১৭১০ থেকে ১.১৭২০ এ গেলে আমাদের ১০ পিপস লাভ বা লস হবে। লট/ভলিউমের মাধ্যমে আমরা নির্ধারণ করে দিবো যে প্রতি পিপস আমাদের অনুকূলে বা প্রতিকূলে গেলে আমাদের কি পরিমান লাভ বা লস হবে।
    4এক্স ব্রোকারদের আমরা সুবিধার জন্য ৩ ভাগে ভাগ করছি।
    • স্ট্যান্ডার্ড লট ব্রোকার
    • মিনি লট ব্রোকার
    • মাইক্রো লট ব্রোকার
    স্ট্যান্ডার্ড লট ব্রোকারে ১ লট = $১০/পিপস। কিন্তু মিনি লট ব্রোকারে ১ লট = $১/পিপস। আর মাইক্রো লট ব্রোকারে ১০ লট = $১/পিপস।
    তারমানে, আপনি স্ট্যান্ডার্ড লট ব্রোকারে যদি ১ লট দিয়ে একটি ট্রেড ওপেন করেন এবং ১০ পিপস আপনার অনুকুলে যায় তবে আপনার লাভ হচ্ছে $১০x১০=$১০০. অনুরুপ লস হলেও $১০০ হবে। কিন্তু, আপনি মিনি লট ব্রোকারে যদি ১ লট দিয়ে একটি ট্রেড ওপেন করেন এবং ১০ পিপস আপনার অনুকুলে যায় তবে আপনার লাভ হচ্ছে $১x১০=$১০. অনুরুপ লস হলেও $১০ হবে। আর, আপনি মাইক্রো লট ব্রোকারে যদি ১ লট দিয়ে একটি ট্রেড ওপেন করেন এবং ১০ পিপস আপনার অনুকুলে যায় তবে আপনার লাভ হচ্ছে $০.১x১০=$১. অনুরুপ লস হলেও $১ হবে।

    স্ট্যান্ডার্ড লট ব্রোকারেঃ
    • ১ স্ট্যান্ডার্ড লট = $১০/পিপস
    • ০.১ স্ট্যান্ডার্ড লট = $১/পিপস
    • ০.০১ স্ট্যান্ডার্ড লট = $০.১০/পিপস
    • ১০ স্ট্যান্ডার্ড লট = $১০০/পিপস
    মিনি লট ব্রোকারেঃ
    • ১ মিনি লট = $১/পিপস
    • ০.১ মিনি লট = $০.১০/পিপস
    • ০.০১ মিনি লট = $০.০১/পিপস
    • ১০ মিনি লট = $১০/পিপস
    মাইক্রো লট ব্রোকারেঃ
    • ১ মাইক্রো লট = $০.১০/পিপস
    • ০.১ মাইক্রো লট = $০.০১/পিপস
    • ০.০১ মাইক্রো লট = $০.০০১/পিপস
    • ১০ মাইক্রো লট = $১/পিপস
    নিশ্চয়ই বুঝে গেছেন স্ট্যান্ডার্ড লট, মিনি লট এবং মাইক্রো লটের পার্থক্য। ব্রোকাররা তাদের সুবিধা মত লট সাইজ ঠিক করে।অধিকাংশ ব্রোকার আপনাকে সর্বনিম্ন ০.০১ লটে ট্রেড করতে দিবে। অর্থাৎ, স্ট্যান্ডার্ড লট ব্রোকারে আপনি সর্বনিম্ন পিপ ভ্যালু নিতে পারবেন ১০ সেন্ট। কিন্তু মিনি লট ব্রোকারে আপনি সর্বনিম্ন পিপ ভ্যালু নিতে পারবেন ১ সেন্ট। আর মাইক্রো লট ব্রোকারে আপনি সর্বনিম্ন পিপ ভ্যালু নিতে পারবেন ০.১ সেন্ট। সুতরাং আপনার ক্যাপিটাল যদি কম হয়ে থাকে, তাহলে আপনি মিনি লট বা মাইক্রো লট ব্রোকারে কম রিস্ক নিয়ে ট্রেড করতে পারবেন। শুধু যে আপনি ১ লট, ০.১ লট অথবা ০.০১ লটে ট্রেড করতে পারবেন তাই নয়, আপনি চাইলে ২.৫ লট, ১.৩ লট এরকম কাস্টম লটেও ট্রেড করতে পারেন।
    কিভাবে বুঝবো আমার ব্রোকারটি মাইক্রো লট, মিনি লট না স্ট্যান্ডার্ড লট? 
    ট্রেডিং পয়েন্টের মাইক্রো অ্যাকাউন্টে আপনি মাইক্রো লটে ট্রেড করতে পারবেন। ইন্সটাফোরেক্স, হটফোরেক্স, লাইট4এক্স ইত্যাদি ব্রোকারগুলো মিনি লট ব্রোকার। এফ.বি.এস, এফ. এক্স. অপ্টিমাক্স ইত্যাদি ব্রোকারগুলো স্ট্যান্ডার্ড লট ব্রোকার। আপনি যদি না জানেন আপনার ব্রোকারটি মাইক্রো লট, মিনি লট না ষ্ট্যাণ্ডার্ড লট, তাহলে ব্রোকারের লাইভ সাপোর্টে প্রশ্ন করুন। অনেক সময় তাদের ওয়েবসাইটেও দেয়া থাকে। অথবা তাদের সাথে একটি ডেমো অ্যাকাউন্ট খুলে ১ লট দিয়ে একটি ট্রেড ওপেন করুন। যদি দেখেন যে প্রতি পিপস পরিবর্তনে $১০ ডলার করে লাভ বা লস হচ্ছে তবে বুঝবেন এটা স্ট্যান্ডার্ড লট ব্রোকার। আর যদি দেখেন যে $১ ডলার করে পরিবর্তন হচ্ছে, তাহলে বুঝবেন এটা মিনি লট ব্রোকার। ১০ সেন্ট করে পরিবর্তন হলে বুঝবেন তা মাইক্রো লট ব্রোকার। কিন্তু কিছু কিছু ব্রোকারের একেক অ্যাকাউন্ট টাইপে একেক রকম লট সাইজ থাকে।
    • ১০ পিপস ৬ পিপেটিস বেড়েছে অথবা ১০৬ পিপেটিস পরিবর্তন হয়েছে।
    টাইমফ্রেম: 
    টাইমফ্রেমের মাধ্যমে আমরা কোন নির্দিষ্ট ৫ মিনিট, ১৫ মিনিট, ১ ঘন্টা, ১ সপ্তাহ বা ১ মাসে প্রাইস সর্বোচ্চ কত বেড়েছিল বা কমেছিল ইত্যাদি আমরা জানতে পারি। যদি আমরা ১টি ৫ মিনিটের ক্যানডেল দেখি, তাহলে তা থেকে আমরা বুঝতে পারবোঃ
    • কোন প্রাইসে ক্যানডেলটি শুরু হয়েছে
    • কোন প্রাইসে ক্যানডেলটি ক্লোজ হয়েছে
    • প্রাইস ঐ ৫ মিনিতে সর্বোচ্চ কত বেড়েছিল
    • প্রাইস ঐ ৫ মিনিতে সর্বনিম্ন কত কমেছিল
    সাধারনত নিম্নোক্ত টাইমফ্রেমগুলো বেশী ইউজ হয় কারন এগুলো মেটাট্রেডার ৪ এ দেয়া আছে। কিন্তু মেটাট্রেডার ৫ এ আপনি আরো কাস্টম টাইমফ্রেম ব্যবহার করতে পারবেন।
    • M1
    • M5
    • M15
    • M30
    • H1
    • H4
    • D1
    • W1
    • MN
    আপনি কোন নির্দিষ্ট টাইমফ্রেমের কোন ১টি ক্যানডেল দেখলেই বুঝতে পারবেন ঐ সময়ে প্রাইসের মুভমেন্ট কেমন হয়েছিল।
    লাল দাগ দিয়ে সিলেকটেড ক্যানডেলটি দেখুন। এটা দেখে ৪ ঘন্টায় প্রাইস অ্যাকশন বোঝা যাচ্ছে।
    কোন টাইমফ্রেমে ট্রেড করবো? 
    এটা নির্ভর করে আপনি কি ধরনের ট্রেড করতে চান। আপনি যদি স্ক্যাল্পিং পছন্দ করেন তবে আপনার উচিত M1, M5 অথবা M15 এ ট্রেড করা। আপনি যদি সাধারন কিংবা একটু লং টার্ম ট্রেড করতে চান, তবে আপনার M30, H1 অথবা H4 এ ট্রেড করা উচিত। সুইং বা পজিশন ট্রেড করতে আগ্রহী হলে আপনার সপ্তাহ অথবা মাসের টাইমফ্রেমগুলোকে অ্যানালাইসিস করা উচিত।
    স্প্রেড, স্টপ লস এবং টেক প্রফিট :
    স্প্রেডঃ
    আপনি একটি ট্রেড ওপেন করলেই দেখবেন ট্রেডটি কিছুটা লসে ওপেন হবে। এটাকেই স্প্রেড বলে। 4এক্স ব্রোকার একটি ট্রেড ওপেন করার জন্য এই ফি কমিশন বা চার্জ হিসেবে কেটে নেয়।
    আপনি ধরুন ১.৭৪৪৫ এ GBPUSD বাই করলেন, কিন্তু তা ১.৭৪৪৯ এ ওপেন হবে অর্থাৎ ৩ পিপস ফি প্রযোজ্য হয়েছে। আপনি যদি $১ পিপস ভ্যালু দিয়ে ট্রেড ওপেন করে থাকেন তবে ট্রেডটি $৩ লসে ওপেন হবে।
    বিভিন্ন পেয়ারের স্প্রেড বিভিন্ন হয়। আবার বিভিন্ন ব্রোকার ভেদেও স্প্রেড কম বেশি হতে পারে। যেমন Instaforex এ EURUSD এর স্প্রেড ৩ পিপস। কিন্তু Fxoptimax এ EURUSD এর স্প্রেড ২ পিপস। কিছু কিছু পেয়ার এ স্প্রেড ৩০ পিপস পর্যন্ত বা তার বেশী হতে পারে। তাই অপরিচিত পেয়ার ট্রেড করার আগে স্প্রেড কত তা দেখা নেয়া উচিত।
    স্টপ লস এবং টেক প্রফিটঃ 
    স্টপ লস (stop loss): স্টপ লসের মাধ্যমে আপনি আপনার লসে থাকা ট্রেডটি কোন প্রাইস এ বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন। টেক প্রফিট (take profit): টেক প্রফিটের মাধ্যমে আপনি আপনার লাভে থাকা ট্রেডটি কোন প্রাইসে বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।ধরুন, আপনি ১.৩৫৪০ তে একটি বাই ট্রেড ওপেন করলেন। আপনি চাচ্ছেন ৫০ পিপস লাভ করবেন এবং ৫০ পিপসের বেশি লস করবেন না। তাহলে আপনি ৫০ পিপস স্টপ লস এবং ৫০ পিপস টেক প্রফিট সেট করে রাখতে পারেন। আপনার কম্পিউটার বন্ধ থাকলে বা কোন স্পাইকের ফলে হঠাৎ প্রাইস বেড়ে বা কমে গেলে, স্টপ লস বা টেক প্রফিটের প্রাইসে অটোমেটিক ভাবে আপনার ট্রেড ক্লোজ হয়ে যাবে।
    স্টপ লস সেট করার নিয়মঃ
    • আপনি সাপোর্ট-রেসিসট্যান্স-পিভট পয়েন্টের অনুযায়ী স্টপ লস সেট করতে পারেন
    • ফিক্সড ৩০/৫০/১০০ পিপস সেট করতে পারেন। যদিও এ ধরনের স্টপ লস অধিকাংশ সময় আপনার ট্রেড লসে ক্লোজ হবার কারণ হিসেবে দেখা দেয়।
    টেক প্রফিট সেট করার নিয়মঃ
    • আপনি সাপোর্ট-রেসিসট্যান্স-পিভট পয়েন্টের অনুযায়ী টেক প্রফিট সেট করতে পারেন
    • ফিক্সড ৩০/৫০/১০০ পিপস সেট করতে পারেন।
    • ট্রেইলিং স্টপ হিসেবে ১৫/২৫/ইত্যাদি সংখ্যক পিপস সেট করতে পারেন। ট্রেইলিং স্টপ নিজে নিজেই আপনার ট্রেডে প্রফিট বাড়ার সাথে সাথে নির্দিষ্ট সংখ্যক পিপস দূরত্ব রেখে ট্রেড লাভে ক্লোজ হবার পয়েন্ট সেট করবে।
    একসাথে সর্বোচ্চ কতগুলো ট্রেড করবেন?
    এটা আপনার ট্রেডিং সিস্টেমের ওপর নির্ভর করে যে একসাথে আপনি কতগুলো ট্রেড করবেন। মনে রাখবেন, একসাথে আপনি যেন কোনভাবেই ৫% এর বেশি রিস্ক নিয়ে ট্রেড না করেন। যদি আপনি একসাথে বিভিন্ন পেয়ার নিয়ে ট্রেড করতে চান, তাহলে লক্ষ করবেন যে সবগুলো ট্রেডের রিস্ক যেনও সব মিলিয়ে আপনার অ্যাকাউন্টের ৫% এর বেশি না যায়। মোট কথা, বেশি লস হবার কোন সুযোগ দিবেন না।
    লিভারেজ কি? 
    লিভারেজ বা মার্জিন লোন হচ্ছে আপনার ক্যাপিটাল এর উপর সর্বোচ্চ কত গুন লোন আপনার 4এক্স ব্রোকার আপনাকে দিবে। ধরুন, আপনার ব্যাল্যান্স বা ক্যাপিটাল হচ্ছে ১০০ ডলার । আপনি যদি ১;২০০ লিভারেজ ব্যাবহার করেন, তাহলে আপনি ট্রেড করার সময় আপনার ব্রোকার আপনাকে সর্বোচ্চ্য ২০০ গুন পর্যন্ত লোন দিবে। এখন এইটা আপনার ব্যাপার আপনি কত পরিমান লোন নিবেন। সুতরাং, ১০ ডলার দিয়ে ১০x২০০=২০০০ ডলার ট্রেড করতে পারবেন।
    যে পরিমাণ ডলার আছে তার চেয়ে বেশী পরিমাণের কেনা বেচার সুযোগকে লেভারেজ বলে। উদাঃ ১০০০ ডলার বিনিয়োগ করে যদি ২০০০ ডলারের ট্রেড করতে দেয় তাহলে লেভারেজ ১:২, যদি ১ লাখের ট্রেড করার সুযোগ পাওয়া যায় তাহলে লেভারেজ ১:১০০ (পড়ুন ১ এর জন্য ১০০)।
    ধরুন, আপনি ১০ ডলার ডিপোজিট করলেন, ঠিক করলেন লিভারেজ ব্যাবহার করবেন, ১:১ , মানে কোন লোন নিবেন না। সেক্ষেত্রে, ব্রোকার আপনাকে বড় সাইজের কোন ট্রেড ওপেন করতে দিবে না। ওই ১০ ডলার দিয়ে যতটুকু বড় ট্রেড ওপেন করা যায়, ঠিক ততটুকুই ট্রেড ওপেন করতে দিবে। সেক্ষেত্রে, মার্কেট আপনার অনুকুলে ৫০ পিপস মুভ করলে হয়ত আপনার ১ ডলার লাভ হবে। সাধারনত বিভিন্ন কারেন্সি পেয়ার প্রতিদিন ১০০-৩০০ পিপস মুভ করে। তো আপনি ভাবলেন, লোন নিবেন ও আরও বড় ট্রেড ওপেন করবেন যাতে লাভ বেশি হয়। আপনাকে যদি কোন ব্রোকার ১:২০০ লিভারেজ অফার করে, তাহলে আপনি ইচ্ছা করলে ১০ ডলার দিয়ে ২০০০ ডলার ট্রেড করতে পারবেন। আর তাই, আগে যা লাভ হতো, এখন তার থেকে ২০০ গুন বেশি লাভ হবে। একইভাবে, আগে যা লস হতো, আপনি যদি ১:২০০ লিভারেজ এর পুরো ব্যাবহার করেন, লসও তার ২০০ গুন বেশি হবে। যদি আগে মার্কেট আপনার অনুকুলে ৫০ পিপস মুভ করলে ১ ডলার লাভ হতো, এখন তাহলে ২০০ ডলার লাভ হবে।
    ব্রোকার লোন আপনাকে ঠিকই দিবে। লাভ হলে তো ভালোই, লস এর ক্ষেত্রে আপনার লস যদি কোন সময় আপনার ক্যাপিটাল এর সমান হয়, তাহলে সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে আপনার ট্রেড ক্লোজ হয়ে যাবে। ব্রোকার কোন অবস্থাতেই আপনার যা ক্যাপিটাল আছে, তার থেকে বেশি লসে আপনার ট্রেড চলতে দিবে না। এইটাকে ফোরেক্সে মার্জিন কল বলে, বাংলাদেশের শেয়ার মার্কেটে বলে ফোর্সড সেল । এইটা তো ভয়ানক কথা বললেন! বেশি লিভারেজ ব্যাবহার করে ট্রেড ওপেন করতে গিয়ে আমার লস যদি ক্যাপিটাল এর সমান হয়, তাহলে কি ফতুর হয়ে যাব নাকি?
    সোজা বাংলা কথায়, হ্যা! সুতরাং, লিভারেজ যাই সেট করুন না কেন, ট্রেড খোলার সময় কখনই ব্যালেন্স এর অনুপাতে বেশি বড় ট্রেড খুলবেন না। কিছু মানুষ বলে যে 4এক্স নাকি একদিনেই ক্যাপিটাল দুই গুন, তিন গুন করা সম্ভভ। ভাগ্য থাকলে অবশই সম্ভব। কিন্তু এভাবে ঝুকি নিয়ে ট্রেড করলে ধরা একদিন না একদিন খেতেই হবে।
    ব্রোকার সিলেক্ট করার আগে কি কি দেখবেন? 
    এই লেখাটা ব্রোকার সেকশনে করতে চেয়েছিলাম কিন্তু ওখানে দেখলাম লিখা আছে You cannot start a new topic। তাই এখানে করলাম। ব্রোকার সিলেক্ট করার আগে কতগুলো বিষয় মনে রাখা জরুরী। ব্রোকারের প্রধান আয় হচ্ছে স্প্রেডএর মাধ্যমে। কিন্তু বেশিরভাগ ব্রোকার ট্রেডারের বিপক্ষে অবস্থান নিয়েও লাভ করে। কথিত আছে 4এক্স মার্কেটে ৯০% প্রথম একাউন্ট হারায়। তাই ব্রোকাররা প্রথম একাউন্ট রেজিস্টার কারীদের বিপক্ষে অবস্থান নিলে বেশিরভাগ সময় তাদের লাভ হয়।
    ডিলিংডেস্কনাকিনোডিলিংডেস্ক? 
    ব্রোকার স্ট্রাকচার দুরকম । একটা হচ্ছে - ডিলিং ডেস্ক যেখানে প্রতিটা অর্ডার পূর্ণ হবার আগে ডিলিং ডেস্কে গিয়ে যাচাই করে পূর্ণ হয়। আরেকটা হচ্ছে নো ডিলিং ডেস্ক যেখানে কোন ডিলিং ডেস্ক থাকে না, আপনার অর্ডার প্রাইসের সাথে ম্যাচ থাকলেই অটোমেটিক রিকোয়েস্ট পূর্ণ হয়ে যাবে। মাঝখানে কোন ডিলার থাকবে না। মাঝখানে ডিলার থাকলে প্রাইস ম্যানিপুলেট করা যায়।
    ধরা যাক আপনি ইউরো ইউএসডি ১.৩৫৪৪ রেটে বাই চাপ দিলেন। ট্রেড সার্ভারে পৌছাতে পৌছাতে প্রাইস চেঞ্জ হয়ে গেল। প্রাইস চেঞ্জ হওয়া মানে পূর্বের প্রাইসে আর কোন সেলার নেই। এই অবস্থায় ব্রোকার নিজেই সেলার হয়ে আপনার রিকুয়েস্ট পূর্ন করে দিবে।পরবর্তীতে যখন সেল করে দিতে সেল বাটন চাপ দিবেন, তখন ডিলিং ডেস্কে গিয়ে যদি দেখা যায় ঐ রেটে কোন বায়ার নেই তাহলে ডিলিং ডেস্ক আপনাকে আরেকটা প্রাইস পাঠাবে যে প্রাইসে আপনি সেল করতে ইচ্ছক কিনা জানতে চাইবে। এটাকে বলে Requote। এর ফলে লাভের পরিমাণ কমে যায় বা লসের পরিমান বেড়ে যায়।কিন্তু নো ডিলিং ডেস্কে আপনি অর্ডার দিলে প্রাইসের ক্ষুদ্রাতিক্ষুদ্র মুভমেন্টেও আপনার অর্ডার কাছাকাছি প্রাইসে পূর্ণ হয়ে যাবে। যেমন আপনি পূর্বের উদাহরন অনুযায়ী ১.৩৫৪৪০ রেটে বাই দিলেন। যদি ঐ রেটেও সেলার না থাকে তবে কাছাকাছি রেটে যেমন ১.৩৫৪৪২ অর্ডার পূর্ণ হয়ে যাবে। এবং একই ভাবে সেল করার সময় কাছাকাছি প্রাইসে সেল হয়ে যাবে ফলে Requote এর কোন চান্স নেই। নো ডিলিং ডেস্কের আরেকটা সুবিধা হল ক্ষুদ্রাতিক্ষুদ্র মুভমেন্টের সুবিধা। সেজন্য সব নো ডিলিং ডেস্ক ব্রোকারের প্রাইস ফিফথ ডেসিমাল হয় (মানে দশমিকের পর ৫টা সংখ্যা)। যেমন EUR/USD 1.35442/1.35450
    ফিফথ ডেসিমেলে হওয়ায় স্প্রেড কমে যায়। অন্য ব্রোকারে সাধারণত EUR/USD স্প্রেড হয় ২-৩ পিপ সেখানে নো ডিলিং ডেস্ক ব্রোকারে স্প্রেড হয় ০.৮ -১.৮ পিপ। সেজন্য নো ডিলিং ডেস্কে ফিক্সড স্প্রেড নেই, এখানে স্প্রেড ভ্যারিয়েবল। মানে অর্ডারের চাপের উপর স্প্রেড নির্ভর করে। অর্ডার বেশি হলে স্প্রেড বাড়িয়ে দেয়া হয়। যেমন নিঊজ পাব্লিশের সময়। আবার অর্ডারের প্রেশার কম থাকলে স্প্রেড কম থাকে। ডিলিং ডেস্ক ব্রোকারকে Market Maker / Stop Loss Hunter Broker ও বলা হয়।

    নো ডিলিং ডেস্ক ব্রোকার ECN (Electronic Communication Network) / STP (Straight Through Processing) ব্রোকারও হতে পারে।জনপ্রিয় কয়েকটি ডিলিং ডেস্ক ব্রোকার হচ্ছে -eToro, LiteForex, UWCFX, Avafx জনপ্রিয় কয়েকটি নো ডিলিং ডেস্ক ব্রোকার হচ্ছে - FXCM, OANDA, Alpari ,Tadawulfx, AAAfx, Deltastock,
    রেগুলেশন?
    অবশ্যই রেগুলেটেড ব্রোকারে ট্রেড করবেন। যদিও 4এক্স মার্কেট রেগুলেটেড নয় কিন্তু ব্রোকারের কার্যক্রম রেগুলেশন করা হয়। রেগুলেটেড ব্রোকারের দুই নাম্বারী করার সুযোগ থাকে না।
    ডকুমেন্টস
    এন্টি মানি লন্ডারিং আইন অনুযায়ী ব্রোকাররা শুধুমাত্র গ্রাহকের নাম থেকেই টাকা নিতে পারে এবং ঐ নামেই টাকা ফেরত দিতে পারে, কোন ৩য় ব্যক্তির মাধ্যমে নয়। তাই গ্রাহকের নাম ঠিকানা ভেরিফাই করার জন্য গ্রাহকের ডকুমেন্টস ব্রোকার কে পাঠাতে হয়। নাম ভেরিফাই করার জন্য ন্যাশনাল আইডি কার্ডের /পাসপোর্ট /ড্রাইভিং লাইসেন্সের স্ক্যানড কপি এবং এড্রেস ভেরিফাইয়ের জন্য আপনার নাম ঠিকানা সম্বলিত ব্যাংক স্ট্যাটমেন্ট / টেলিফোন বিল / বিদ্যুৎ বিল এর স্ক্যানড ফটোকপি পাঠাতে হবে ।যদি কোন ব্রোকা্রে ডকুমেন্টস ভেরিফাই এর দরকার না হয় তাহলে মনে করবেন ঐ ব্রোকার ভুয়া। কারণ সব গ্রাহকের ডকুমেন্টস ভেরিফাই করে রেকর্ড করে রাখা সরকারী আইন। ঐ ব্রোকার নিশ্চিত আইন ভংগ করছেন।

    অনলাইনরিভিও:
    সবশেষে ফাইনাল ডিসিশন নেয়ার আগে অনলাইনে বিভিন্ন সাইট থেকে ব্রোকার রিভিও পড়ে নিতে পারেন। ব্রোকারের নাম + রিভিও লিখে গুগলে সার্চ করলে প্রচুর সাইট পাবেন।   যেমন - FXCM Review. ওখানে বর্তমান গ্রাহকদের রিভিও পড়ে দেখুন। Instant Execution, Faster Withdrawal, No Requotes, Good Customer Service এগুলো থাকলে বুঝবেন ভাল ব্রোকারই সিলেক্ট করেছেন । forexpeacearmy.com হল সবচেয়ে জনপ্রিয় ব্রোকার রিভিও সাইট।
    রেগুলেটেড ব্রোকার: 
    যে কোম্পানির সাথে আপনি একাউণ্ট খুলবেন অর্থাৎ যে প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি কারেন্সি মার্কেটে লেনদেন করবেন তাকে ব্রকার বলে। অনেক ব্রকার আছে যার মধ্যে থেকে আপনাকে একটিকে বেছে নিতে হবে। তবে ভাল ব্রকার বাছাই করা সহজ নয়। এ ব্যাপারে পরে ব্রকার সম্পর্কে যখন আলোচনা করবো তখন দেখবো কিভাবে ও কোন কোন বিষয় বিবেচনা করে ভাল ব্রকার বাছাই করা যায়।
    রেগুলেটেড ব্রোকার: 
    4এক্স এ ট্রেড করার আগে জেনে নেয়ার আগে দরকার আপনি যে ব্রোকারের কাছে টাকা ডিপোজিট করতে যাচ্ছেন তারা রেগুলেটেড কিনা। যারা বিভিন্ন দেশের নিয়ন্ত্রক সংস্থাতে নিবন্ধিত বা নিয়ন্ত্রক সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত তাদের রেগুলেটেড ব্রোকার বলা হয়ে থাকে। রেগুলেটেড ব্রোকার ছাড়া অন্য ব্রোকারের কাছে ডিপোজিট করা ঝুকিপুর্ন। 4এক্স ব্রোকারদের জন্য বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের রেগুলেশন আছে, এর মধ্যে NFA এবং FSA অন্যতম।

    NFA রেগুলেটেড ব্রোকার: 
    National Futures Association (NFA) রেগুলেটেড ব্রোকারদের স্বচ্ছ অর্থনিতিক ব্যবস্থাপনাসহ NFA দ্বারা আরোপিত কঠোর নিয়ম মেনে চলতে হয়, যা ট্রেডারদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে। এসব ব্রোকাররা তাদের ক্লায়েন্টদের ফান্ড নিজস্ব ব্যাবসা পরিচালনার কাজে ব্যবহার করতে পারেনা। নিচে কিছু NFA রেগুলেটেড ব্রোকারদের লিস্ট দেয়া হলঃ
    • Advanced Markets
    • Alpari (US)
    • AMIFOX
    • APPL International
    • ATC Brokers
    • Back Bay FX
    • BulldogFX
    • Capital Market Services - CMS Forex
    • CitiFX Pro (Citigroup)
    • Cobra Trading
    • CompassFX
    • DormanFX
    • Easy-Forex
    • EES FX
    • eToroUSA
    • FastBrokers
    • Forex & Futures International
    • Forex Club
    • Forex.com - Gain Capital Group
    • ForexTraders.com
    • FX Solutions
    • FXCM
    • FXDD
    • GFT - Global Futures & Forex
    • HotspotFX
    • IG Markets
    • IKON Global Markets
    • Interactive Brokers
    • Interbank FX
    • Lightspeed Financial
    • MB Trading
    • OANDA
    • Open E Cry (OEC)
    • PFGBEST
    • Rosenthal Collins Group
    • Spot Trader FX
    • thinkorswim
    • TradersChoiceFX
    • TradeStation Securities
    • Zecco Forex
    FSA রেগুলেটেড ব্রোকার:
    The Financial Services Authority বা FSA হল যুক্তরাজ্যের স্বাধীন নিয়ন্ত্রক সংস্থা। যুক্তরাজ্যের অধিকাংশ মার্কেট, এক্সচেঞ্জ এবং আর্থিক প্রতিষ্টান FSA দ্বারা নিয়ন্ত্রিত। সহজ ভাষায়, FSA নিয়ন্ত্রিত ব্রোকারদের কাছে বিনিয়োগকারীদের অর্থ নিরাপদ এবং সুরক্ষিত থাকে। এসব ব্রোকারদের তাদের ক্লায়েন্টদের জমাক্রির অর্থ সম্পুর্ন আলাদা আকাউন্ট এ সংরক্ষন করতে হয়। তারা নিজস্ব প্রয়োজন মেটাতে বিনিয়োগকারীদের অর্থ ব্যবহার করতে পারেনা। নিচে কিছু FSA রেগুলেটেড ব্রোকারদের লিস্ট দেয়া হলঃ
    FSA UK regulated brokers (Authorised)
    • Abshire-Smith
    • ActivTrades
    • Alpari UK
    • Capital Forex Pro
    • City Credit Capital
    • City Index
    • CMC Markets UK
    • CMS Forex UK
    • DF Markets
    • Finotec Trading UK
    • FOREX.com UK
    • FX Solutions UK (City Index)
    • FXCM
    • FxPro UK
    • GAIN Capital
    • GFT Global Markets UK
    • GKFX
    • Hantec Markets
    • Hirose Financial UK
    • HY Markets UK
    • ICAP
    • IG Markets
    • Kerford Investments (UK)
    • LMAX
    • London Capital Group (LCG)
    • MB Trading UK
    • Moneycorp Markets
    • OANDA
    • One Financial Markets
    • Plus500UK
    • Raphaels Bank
    • RBS - Royal Bank of Scotland
    • Sucden Financial
    • SVSFX
    • Valbury Capital
    • Vantage FX UK
    FSA UK registered brokers (EEA Authorised)
    • ACFX
    • Azurite Markets
    • Deltastock
    • Finexo
    • FOREXYARD
    • FX Global Markets (FXGM)
    • FxPulp
    • FXCC
    • iFOREX
    • IronFX
    • Markets.com
    • Saxo Bank
    • Schneider Foreign Exchange
    • TADAWUL FX
    • Traders Trust
    • Trading212
    • Trading point
    • UWC
    • Windsor Brokers
     কিছু 4এক্স ব্রোকারের পরিচিতি :
    Forex4you- 4এক্স4ইউ  ব্রোকারঃ
    • ব্রোকারঃ Forex4you (4এক্স4ইউ )
    • পেমেন্ট মেথডঃ লিবার্টি রিসার্ভ, মানিবুকার্স, পেপাল, ক্যাশ ইউ, পারফেক্ট মানি, ক্রেডিট কার্ড, ব্যাংক ট্রান্সফার
    • সর্বনিম্ন ডিপোজিটঃ Mini - $5 (৫ ডলার), ECN - $50 (৫০ ডলার)
    • সর্বনিম্ন ট্রেড সাইজঃ Mini - ০.০১ লট, ECN - ০.১ লট
    • লটের ধরনঃ স্ট্যান্ডার্ড লট (১ লট = $১০/পিপস)
    • লিভারেজঃ ১:১ থেকে ১:৫০০
    • স্প্রেডঃ EURUSD - সর্বনিম্ন ০.২ পিপস, সাধারনত ০.৮ পিপস (ফিক্সড নয়, মার্কেট ভোলাটাইল থাকলে বেশি হতে পারে)
    • রেগুলেশনঃ IFSA (St. Vincent and Grenadines), 19776 IBC 2011
    • প্রাইস ডিজিটঃ ৫ ডিজিট
    • এক্সিকিউশন টাইপঃ ইনস্ট্যান্ট মার্কেট এক্সিকিউশন
    • রিকোটসঃ নেই
    সুবিধাঃ
    • মেটাট্রেডার ৪ ট্রেডিং প্লাটফর্ম
    • লো স্প্রেড
    • ৩০% ডিপোজিট বোনাস
    • ইসলামিক অ্যাকাউন্ট
    • ফোন ট্রেডিং
    • অ্যাফিলিয়েট প্রোগ্রাম
    • কোন রিকোটস নেই
    • ১ ক্লিক এক্সিকিউশন
    অসুবিধাঃ
    • অ্যালার্ট-পে সাপোর্ট করে না।
    • মোবাইল ট্রেডিং প্লাটফর্ম নেই
    OctaFX - অক্টা এফ এক্স ব্রোকারঃ
    • ব্রোকারঃ OctaFX (অক্টা এফ এক্স)
    • পেমেন্ট মেথডঃ লিবার্টি রিসার্ভ, মানিবুকার্স, পেপাল, ক্যাশ ইউ, পারফেক্ট মানি, ক্রেডিট কার্ড, ব্যাংক ট্রান্সফার
    • সর্বনিম্ন ডিপোজিটঃ Mini - $5 (৫ ডলার), ECN - $50 (৫০ ডলার)
    • সর্বনিম্ন ট্রেড সাইজঃ Mini - ০.০১ লট, ECN - ০.১ লট
    • লটের ধরনঃ স্ট্যান্ডার্ড লট (১ লট = $১০/পিপস)
    • লিভারেজঃ ১:১ থেকে ১:৫০০
    • স্প্রেডঃ EURUSD - সর্বনিম্ন ০.২ পিপস, সাধারনত ০.৮ পিপস (ফিক্সড নয়, মার্কেট ভোলাটাইল থাকলে বেশি হতে পারে)
    • রেগুলেশনঃ IFSA (St. Vincent and Grenadines), 19776 IBC 2011
    • প্রাইস ডিজিটঃ ৫ ডিজিট
    • এক্সিকিউশন টাইপঃ ইনস্ট্যান্ট মার্কেট এক্সিকিউশন
    • রিকোটসঃ নেই
    সুবিধাঃ
    • মেটাট্রেডার ৪ ট্রেডিং প্লাটফর্ম
    • লো স্প্রেড
    • ৩০% ডিপোজিট বোনাস
    • ইসলামিক অ্যাকাউন্ট
    • ফোন ট্রেডিং
    • অ্যাফিলিয়েট প্রোগ্রাম
    • কোন রিকোটস নেই
    • ১ ক্লিক এক্সিকিউশন
    অসুবিধাঃ
    • অ্যালার্ট-পে সাপোর্ট করে না।
    • মোবাইল ট্রেডিং প্লাটফর্ম নেই
    LiteForex – লাইট 4এক্স ব্রোকারঃ
    • ব্রোকারঃ LiteForex (লাইট-ফোরেক্স)
    • দেশঃ সাইপ্রাস
    • পেমেন্ট মেথডঃ লিবার্টি-রিজার্ভ, অ্যালার্ট-পে, মানিবুকার্স, ওকে-পে,ওয়েব-মানি, পারফেক্ট মানি, ক্রেডিট কার্ড, লাইট4এক্স ডেবিট কার্ড, ব্যাংক ট্রান্সফার
    • সর্বনিম্ন ডিপোজিটঃ $1 (১ ডলার)
    • সর্বনিম্ন ট্রেড সাইজঃ ০.০০১ লট
    • লিভারেজঃ ১:৫০ থেকে ১:৫০০
    • স্প্রেডঃ EURUSD - ৩ পিপস
    • রেগুলেশনঃ Regulated by SIBA
    সুবিধাঃ
    • মেটাট্রেডার ৪ ট্রেডিং প্লাটফর্ম
    • মেটাট্রেডার ৫ ট্রেডিং প্লাটফর্ম
    • ডেমো অ্যাকাউন্ট
    • বিভিন্ন ধরনের ডিপোজিট মাধ্যম
    • ইসলামিক অ্যাকাউন্ট (ইন্টারেস্ট বিহীন)
    • বিভিন্ন ধরনের বোনাস
    অসুবিধাঃ
    • আমেরিকান সিটিজেনদের অ্যাকাউন্ট খোলার অনুমতি নেই
    RoboForex - রোবো4এক্স ব্রোকারঃ
    • ব্রোকারঃ RoboForex (রোবোফোরেক্স)
    • দেশঃ নিউজিল্যান্ড
    • পেমেন্ট মেথডঃ লিবার্টি রিসার্ভ, মানিবুকার্স, লিক-পে, ক্রেডিট/ডেবিট কার্ড, পারফেক্ট মানি, ক্যাশ ইউ
    • সর্বনিম্ন ডিপোজিটঃ $10 (১০ ডলার)
    • সর্বনিম্ন ট্রেড সাইজঃ ০.০১ লট
    • লিভারেজঃ ১:১৫ থেকে ১:৫০০
    • স্প্রেডঃ from 0.0 for Pro-accounts (average is 0.8) and 2 pips for Fix-accounts on EUR/USD
    • রেগুলেশনঃ Registered member of FSCL (NewZealand)
    সুবিধাঃ
    • মেটাট্রেডার ৪ & ৫ ট্রেডিং প্লাটফর্ম
    • লো মিনিমাম অ্যাকাউন্ট সাইজ
    • ডিপোজিট বোনাস
    • ফ্রি VPS
    • Android Trader
    অসুবিধাঃ
    • অ্যালার্ট-পে সাপোর্ট করে না।
    Exness - এক্সনেস ব্রোকারঃ
    • ব্রোকারঃ Exness (এক্সনেস)
    • দেশঃ রাশিয়া
    • পেমেন্ট মেথডঃ লিবার্টি-রিজার্ভ, অ্যালার্ট-পে, মানিবুকার্স, ক্যাশ-ইউ, পারফেক্ট মানি, পে-কুনিক্স, ওয়েব-মানি, আর-বি-কে মানি, ক্রেডিট কার্ড, মানি-মেইল, ব্যাংক ট্রান্সফার
    • সর্বনিম্ন ডিপোজিটঃ $100 (১০০ ডলার)
    • সর্বনিম্ন ট্রেড সাইজঃ ০.০১ লট
    • লিভারেজঃ ১:৫০ থেকে ১:১০০০
    • স্প্রেডঃ EURUSD - সর্বনিম্ন ০.৪ (ভ্যারিঅ্যাবল স্প্রেড)
    • রেগুলেশনঃ Unregulated
    সুবিধাঃ
    • মেটাট্রেডার ৪ ট্রেডিং প্লাটফর্ম
    • মেটাট্রেডার ৫ ট্রেডিং প্লাটফর্ম
    • বিভিন্ন ধরনের ডিপোজিট মাধ্যম
    • ইসলামিক অ্যাকাউন্ট (ইন্টারেস্ট বিহীন)
    • ফোরেক্স, স্টক, সি. এফ. ডি এবং কমোডিটি ফিউচার ট্রেডিং
    • ২৫% ডিপোজিট বোনাস
    • মেটাল কারেন্সি ট্রেডের সুবিধা - গোল্ড, ওয়েল ইত্যাদি
    • স্প্রেড কম
    • EA হোস্টিংয়ের জন্য ফ্রি VPS সার্ভার
    অসুবিধাঃ
    • প্রাইস কোটেশন ৫ ডিজিট তাই রিকোটস বেশী।
    FxPro - এফ.এক্স প্রো ব্রোকারঃ
    • ব্রোকারঃ FxPro (এফ.এক্স প্রো)
    • দেশঃ সাইপ্রাস
    • পেমেন্ট মেথডঃ মানিবুকার্স, পেপাল, নেটেলার, ক্রেডিট কার্ড, ব্যাংক ট্রান্সফার
    • সর্বনিম্ন ডিপোজিটঃ $500 (৫০০ ডলার)
    • সর্বনিম্ন ট্রেড সাইজঃ ০.১ লট
    • লিভারেজঃ ১:১ থেকে ১:৫০০
    • স্প্রেডঃ EURUSD - ০.৮-২ পিপস
    • রেগুলেশনঃ Regulated by the Cyprus Securities and Exchange Commission (license #078/07).
    সুবিধাঃ
    • মেটাট্রেডার ৪ ট্রেডিং প্লাটফর্ম
    • ওয়েব বেজ ড প্লাটফর্ম
    • ECN ব্রোকার
    • টাইট স্প্রেড
    অসুবিধাঃ
    • মিনিমাম ডিপোজিট $৫০০
    FxOptimax - এফ. এক্স. অপটিমাক্স ব্রোকারঃ
    • ব্রোকারঃ FxOptimax (এফ. এক্স. অপটিমাক্স)
    • দেশঃ নিউজিল্যান্ড
    • পেমেন্ট মেথডঃ লিবার্টি-রিজার্ভ, গ্লোবাল ডিজিটাল পে, সি গোল্ড, ব্যাংক ট্রান্সফার, মানিবুকার্স , ক্রেডিট/ডেবিট কার্ড
    • সর্বনিম্ন ডিপোজিটঃ $10 (১০ ডলার)
    • সর্বনিম্ন ট্রেড সাইজঃ ০.০১ লট
    • লিভারেজঃ ১:৫০, ১:১০০, ১:২০০ এবং ১:8০০
    • স্প্রেডঃ EURUSD - ২ পিপস, GBPUSD- ২ পিপস
    • রেগুলেশনঃ FSP নিউজিল্যান্ড
    সুবিধাঃ
    • মেটাট্রেডার ৪, আইফোন, আইপ্যাড, ব্ল্যাকবেরী ট্রেডিং প্লাটফর্ম
    • ডেমো অ্যাকাউন্ট
    • বিভিন্ন ধরনের ডিপোজিট মাধ্যম
    • ইসলামিক অ্যাকাউন্ট (ইন্টারেস্ট বিহীন)
    • প্রতি মাসের প্রথম ডিপোজিটে $১০ বোনাস।
    • এছাড়াও বিভিন্ন ধরনের বোনাস
    • কোন রিকিউটোস নেই
    • দ্রুত ট্রেড এক্সিকিউশন
    • পাম ট্রেডিং
    • পিপসবুক
    অসুবিধাঃ
    • অ্যালার্ট-পে এর মাধ্যমে ডিপোজিট করা সম্ভব নয়
    InstaForex - ইন্সটা-4এক্স ব্রোকারঃ
    • ব্রোকারঃ InstaForex (ইন্সটা-ফোরেক্স)
    • দেশঃ রাশিয়া
    • পেমেন্ট মেথডঃ লিবার্টি-রিজার্ভ, অ্যালার্ট-পে, মানিবুকার্স, ইউরো-গোল্ড-ক্যাশ, পারফেক্ট মানি, লিক-পে,ওয়েব-মানি, রু-পে, ক্রেডিট কার্ড, ইন্সটা4এক্স ডেবিট কার্ড, ব্যাংক ট্রান্সফার
    • সর্বনিম্ন ডিপোজিটঃ $1 (১ ডলার)
    • সর্বনিম্ন ট্রেড সাইজঃ ০.০১ লট
    • লিভারেজঃ ১:১ থেকে ১:১০০০
    • স্প্রেডঃ EURUSD - ৩ পিপস, GBPUSD- ৩ পিপস
    • রেগুলেশনঃ RAFMM
    সুবিধাঃ
    • মেটাট্রেডার ৪ ট্রেডিং প্লাটফর্ম
    • মেটাট্রেডার ৫ ট্রেডিং প্লাটফর্ম
    • ডিপোজিটে বাৎসরিক ৬% ইন্টারেস্ট, অ্যাকটিভ অ্যাকাউন্টের ক্ষেত্রে ১৩%। (সোয়াপ অ্যাকাউন্টের ক্ষেত্রে। সোয়াপবিহীন অ্যাকাউন্টে কোনো ইন্টারেস্ট নেই)
    • ডেমো অ্যাকাউন্ট
    • বিভিন্ন ধরনের ডিপোজিট মাধ্যম
    • ইসলামিক অ্যাকাউন্ট (ইন্টারেস্ট বিহীন)
    • ফোরেক্স, স্টক, সি. এফ. ডি এবং কমোডিটি ফিউচার ট্রেডিং
    • পাম অ্যাকাউন্ট
    • বিভিন্ন ধরনের বোনাস
    অসুবিধাঃ
    • আমেরিকান সিটিজেনদের অ্যাকাউন্ট খোলার অনুমতি নেই
    • অন্যান্য ব্রোকারদের তুলনায় বেশি স্প্রেড
    • রিকিউটোস বেশি
    Trading point - ট্রেডিং পয়েন্ট ব্রোকারঃ
    • ব্রোকারঃ Trading point (ট্রেডিং পয়েন্ট)
    • দেশঃ সাইপ্রাস
    • পেমেন্ট মেথডঃ লিবার্টি রিসার্ভ, মানিবুকার্স, পেপাল, নেটেলার, ক্রেডিট কার্ড, ব্যাংক ট্রান্সফার
    • সর্বনিম্ন ডিপোজিটঃ $5 (৫ ডলার)
    • সর্বনিম্ন ট্রেড সাইজঃ ০.০১ লট (মাইক্রো অ্যাকাউন্টে ১ লট = $০.১০ / পিপস)
    • লিভারেজঃ ১:১ থেকে ১:৫০০
    • স্প্রেডঃ EURUSD - সর্বনিম্ন ১.১ পিপস (ফিক্সড নয়)
    • রেগুলেশনঃ Registered by FSA of UK (reg. #538324) and Regulated by Cyprus Securities and Exchange Commission (CySEC) with license number 120/10.
    সুবিধাঃ
    • মেটাট্রেডার ৪ ট্রেডিং প্লাটফর্ম
    • লো মিনিমাম অ্যাকাউন্ট সাইজ
    • ডিপোজিট বোনাস (২০% ওয়েলকাম ডিপোজিট বোনাস, পরবর্তী সব ডিপোজিটে ১০% বোনাস)
    • মাইক্রো অ্যাকাউন্টে খুব কম ক্যাপিটাল দিয়েই গোল্ড, সিলভার, Oil ট্রেডের সুবিধা (মাইক্রো লট সাইজ)
    • পারসোনাল অ্যাকাউন্ট ম্যানেজার
    • ২০,০০০ ইউরো পর্যন্ত ফান্ড সিকিউরিটি
    অসুবিধাঃ
    • অ্যালার্ট-পে সাপোর্ট করে না।
    4এক্স  ট্রেড এর জন্য ফ্রি ফান্ড /বোনাস প্রদেয় কিছু4এক্স ব্রোকা রের পরিচিতি :   
    এছাড়াও আরও কিছু ব্রোকার হাউস আছে যারা তাদের সাথে ট্রেডিং এর জন্য কিছু ডলার বোনাস দেয়। আমি নিচে সেইগুলো তুলে দিলাম। আপনারা দেখে নিন। ফোরেক্সে সবার পক্ষে ডিপোজিট করা সম্ভব হয় না। আবার অনেকেই পছন্দের ব্রোকারটির সাথে ডিপোজিট করার আগে রিয়েল ট্রেড করে দেখতে চায়। তাই কিছু কিছু ব্রোকার ট্রেডারদের ফ্রি ওয়েলকাম বোনাস অফার করে থাকে। কিছু ব্রোকারের ওয়েলকাম বোনাসের বিবরণ নিচে দেয়া হলঃ

    . FBS - এফ.বি.এস
    • বোনাসঃ $৫ ডলার
    ২. Roboforex - রোবোফোরেক্স
    • বোনাসঃ $১৫ ডলার
    ৩. Trading-Point - ট্রেডিং পয়েন্ট (শেষ)
    • বোনাসঃ $২৫ ডলার
    ৪. NordFX - নর্ড এফএক্স
    • বোনাসঃ $৮ ডলার
    ৫. PaxForex - পাক্সফোরেক্স
    • বোনাসঃ $১০০ ডলার
    ৬. Marketiva - মার্কেটিভা
    • বোনাসঃ $৫ ডলার
    . Liteforex - লাইট4এক্স (শেষ)
    • বোনাসঃ $২০০ ডলার
    বি.দ্রঃ কোন বোনাসই সরাসরি উইথড্র করা যাবে না। শুধুমাত্র প্রফিট উইথড্র করা যাবে। এছাড়াও বিভিন্ন শর্ত এবং উইথড্রয়াল ফি প্রযোজ্য হতে পারে। ফ্রি বোনাস নেয়ার আগে দয়া করে ভাল করে ফ্রি বোনাস প্রমোশনের শর্ত এবং নিয়মগুলো পড়ুন।
    অ্যাকাউন্ট ওপেনিং ইনফর্মেশন:

    অ্যাকাউন্ট-এর ধরন সমূহ:

    মাইক্রো অ্যাকাউন্ট: Micro Account <
    মাইক্রো মিনি অ্যাকাউন্ট: Micro Mini Account 
    প্রিময়াম অ্যাকাউন্ট: Premium Account 
    ভিআইপি  অ্যাকাউন্ট: VIP Account 
    কারেনেক্স অ্যাকাউন্ট: Currenex Account 
    ইসলামিক অ্যাকাউন্ট: Islamic Account 
    সোয়াপ ফ্রি অ্যাকাউন্ট: SWAP FREE ACCOUNT 
    মাইক্রো অ্যাকাউন্ট: Micro Account 
    যে কোনো 4এক্স তাঁর ক্লায়েন্টদেরকে সবচেয়ে ভালো ট্রেডিং ব্যবস্থা প্রদান করতে অঙ্গীকারবদ্ধ।তাই ট্রেডারদের বিভিন্ন রকমের চাহিদার কথা মনে রেখে ৫টি ভিন্ন রকমের অ্যাকাউন্ট খোলার সুবিধা আছে । আপনি ডেমো অথবা লাইভমাইক্রো, প্রিমিয়াম, ভিআইপি, ইসলামিক, অথবা কারেনেক্স যেই অ্যাকাউন্ট ই খুলতে চান না কেন, আপনার সুবিধামত যে কোন লেভেলে ট্রেড করার সুযোগ পাবেন। আপনার ট্রেডিং কৌশল অথবা সামর্থ্য যাই হোক না কেন, মাইক্রো থেকে শুরু করে যেকোন সাইজের ট্রেড এর জন্য সামঞ্জস্যপূর্ণ অ্যাকাউন্ট আপনি পাবেন ।ফোরেক্সে যারা নতুন এবং ছোট লট এর ট্রেড করেন তাদের জন্য উপকারী এই মাইক্রো অ্যাকাউন্টে ট্রেডাররা ছোট আকারের ট্রেড এবং অল্প ডিপোজিট দিয়ে অ্যাকাউন্ট খুলে মেটাট্রেডার প্লাটফর্মে ট্রেড করতে পারবেন।
    ট্রেডিংপ্লাটফর্মঃ
    মেটা ট্রেডার 4, Webtrader and Mobile Trading<
    স্প্রেডস্ঃ
    ০.২ পিপ থেকে
    ট্রেডিংউপাদান:
    ৪১ টি কারেন্সি পেয়ার, মেটাল, তেল এবং ইনডেক্স
    পঞ্চমদশমিকঃ
    আছে
    সর্বোচ্চলেভারেজঃ
    ১:৩০০
    এক্সেকিউশন:
    এস.টি.পি.
    অ্যাকাউন্টখুলতেন্যূনতমডিপোজিট:
    ৫০০ ডলার
    সর্বনিন্মট্রেডসাইজ:
    ০.০১ লট
    ট্রেডসাইজইনক্রিমেন্ট :
    ০.০১ লট
    সর্বোচ্চট্রেডসাইজ:
    ৬০ লট
    মার্জিনকল/ষ্টপআউটলেভেলঃ
    ৫০% / ২০%
    টেলিফোনট্রেডিং:
    আছে
    অ্যাকাউন্টকারেন্সিঃ
    ইউ.এস.ডি, ইউরো
    MYFX প্ল্যাটফর্ম
    ফ্রি (২,০০০ ডলার এর বেশী ডিপোজিট এর ক্ষেত্রে)
    কমিশনঃ
    প্রতি ১০০,০০০ ডলার এর ক্ষেত্রে ৫ ডলার ( $১০ রাউন্ড টার্ন)
    বোনাস
    বোনাসের অফার সমূহ
    *৫০% বোনাস এর ক্ষেত্রে বোনাস ভলিউম শর্তাবলী পূরণ না হয়ে থাকলে সকল পজিশন স্টপ আউট হয়ে যাবে যদি ইকুউটি বোনাস এর নীচে চলে যায়।
    *সি.এফ.ডি. এবং 4এক্স লেভারেজ যুক্ত পন্য যা আপনার মূলধনকে ঝুঁকিপূর্ণ করতে পারে এবং আপনার প্রাথমিক বিনিয়োগ ও অ্যাকাউন্ট ব্যালেন্সের চেয়েও বেশী অর্থ আপনি হারাতে পারেন। আপনার সামর্থের চেয়ে বেশী অর্থ এতে বিনিয়োগ করা উচিত নয়। এই বিনিয়োগ সকলের জন্য উপযুক্ত নয়। তাই নিশ্চিত করুন যে আপনি এর ঝুকি সম্পর্কে সম্পূর্ণরূপে জানেন এবং প্রয়োজনে এমন বিনিয়োগে যাওয়ার আগে যথাযথ পরামর্শ নিন এছাড়াও নিচের অ্যাকাউন্ট সম্পর্কে যথেষ্ঠ ধারণাথাকা দরকার