Trailing Stop সম্মন্ধে সংক্ষিপ্ত ধারণা


ট্রেইলিং স্টপ হল এক কথায় পরিবর্তনশীল (Mobile) স্টপ লস আপনি যখন সাধারণ স্টপ লস ব্যবহার করবেন তখন সেটা একটা নির্দিষ্ট প্রাইসে ফিক্সড হয়ে যাবে এবং ট্রেডিং প্রাইস যতক্ষণ প্রাইসে না পৌঁছাবে ততক্ষণ আপনার ট্রেড লসে ক্লোজ হবে না ধরেন আপনি .৫০০০ তে বাই দিলেন আর স্টপ লস দিলেন ১০০ পিপ নীচে .৪৯০০ আর টেক প্রফিট দিলেন ২০০ পিপ উপরে .৫২০০ তে এখন আপনার ট্রেডিং প্রাইস যদি .৫১৫০ তে গিয়ে আবার .৪৯০০ চলে আসে তাহলে কিন্তু আপনার ট্রেড লসে ক্লোজ হয়ে যাবে, যেহেতু আপনার ট্রেড টেক প্রফিট .৫২০০ তে পৌঁছাবার আগেই ট্রেড স্টপ লস .৪৯০০ কে ছুঁয়ে ফেলেছে

কিন্তু আপনি যদি ট্রেইলিং স্টপ ১০০ পিপ ব্যবহার করেন তাহলে আপনার ট্রেডিং প্রাইস যখন .৫০০০ থেকে .৫১৫০ তে চলে যাবে তখন স্টপ লস জায়গা বদল করে .৪৯০০ থেকে উঠে গিয়ে .৫১৫০ এর ১০০ পিপ নীচে অর্থাৎ, .৫০৫০ তে চলে আসবে এখন যদি আপনার ট্রেডিং প্রাইস টেক প্রফিট .৫২০০ তে না গিয়ে .৫১৫০ থেকে নামা শুরু করে তাহলে কিন্তু স্টপ লস .৫০৫০ তেই রয়ে যাবে স্টপ লস কিন্তু আগের মত .৪৯০০ তে নেমে আসবে না, ফলে আপনার ট্রেড তখন লসে ক্লোজ হলেও .৫০৫০ তে ক্লোজ হওয়ার কারনে ৫০ পিপ প্রফিট হবে ট্রেইলিং স্টপ ব্যবহারের এটাই সবচেয়ে বড় সুবিধা

তবে ট্রেইলিং স্টপ ব্যবহারের আরেকটা অসুবিধাও আছে, যেমন আপনার ট্রেডিং প্রাইস যদি .৫০০০ থেকে বেড়ে গিয়ে .৫০৭৫ চলে গেল, তখন স্টপ লস জায়গা বদল করে .৪৯০০ থেকে উঠে গিয়ে .৫০৭৫ এর ১০০ পিপ নীচে অর্থাৎ .৪৯৭৫ চলে আসবে এখন যদি প্রাইস .৫০৭৫ থেকে কমে .৪৯৭৫ চলে আসে তাহলে তখন ট্রেড কিন্তু .৪৯৭৫ অর্থাৎ, ২৫ পিপ লসে ক্লোজ হয়ে যাবে তখন কিন্তু স্টপ লস আগের মতই .৪৯৭৫ রয়ে যাবে, স্টপ লস .৪৯০০ তে নেমে আসবে না, ফলে তখন মনে হতে পারে যে, আগের ফিক্সড স্টপ লস .৪৯০০ ঠিকই ছিল অনেকেই এই কারণে ট্রেইলিং স্টপ ব্যবহার করে লস খায়

তাই কেউ যদি ট্রেইলিং স্টপ ব্যবহার করতে চান তাহলে প্রাইস যখন লসের পরিমাণের (১০০ পিপ) চেয়ে বেশি উঠে যাবে অর্থাৎ, .৫১০০ এর উপরে চলে যাবে তখন স্টপ লসের জায়গায় ট্রেইলিং স্টপ ব্যবহার করলে ভাল ফল পাওয়া যাবে কারণ, তখন ট্রেড লসে ক্লোজ হলেও সেটা .৫০০০ এর উপরে থাকবে, কাজেই আপনার কোন লস হবে না

আমি অনেক বড় স্টপ লস আর অনেক বড় টেক প্রফিট ১০০ পিপ, ২০০ পিপ দিয়ে উদাহরণ দিলাম আপনি কত পিপ ব্যবহার করে স্টপ লস আর টেক প্রফিট সেট করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার

ট্রেইলং স্টপ ব্যবহারের আরও একটা বড় সুবিধা হল যে, যখন আপনার ট্রেড আপনার অনুকুলে অর্থাৎ, প্রফিটের দিকে যেতে থাকবে তখন কিন্তু সেটি আপনার টেক প্রফিটের পরিমাণকে বাড়াতে থাকবে মনে আপনার ট্রেডের প্রাইস টেক প্রফিট অর্থাৎ, .৫২০০ এর খুব কাছাকাছি চলে আসল তখন এটি আপনার ট্রেডের জন্য নতুন টেক প্রফিট ১০০ পিপ উপরে .৫৩০০ তৈরী করবে এবং .৫৩০০ চলে গেলে নতুন টেক প্রফিট .৫৪০০ তৈরী করবে, .৫৪০০ চলে গেলে নতুন টেক প্রফিট .৫৫০০ তৈরী করবে, এভাবে চলতে থাকবে ধরেন আপনার ট্রেডের প্রাইস .৫৬০০ চলে গেল, তখন ট্রেইলিং স্টপ আপনার ট্রেডের জন্য নতুন টেক প্রফিট .৫৭০০ তৈরী করবে আর স্টপ লস নির্ধারণ করবে .৫৫০০ তে এখন যদি আপনার ট্রেডের প্রাইস .৫৬০০ থেকে কমতে কমতে অনেক নীচে নামা শুরু করে তাহলে কিন্তু আপনার ট্রেড .৫৫০০ তে অর্থাৎ, ৫০০ পিপ লাভে ক্লোজ হয়ে যাবে অথচ ট্রেইলিং স্টপের বদলে শুধু টেক প্রফিট ব্যবহার করলে কিন্তু আপনার ট্রেড মাত্র ২০০ পিপ লাভে .৫২০০ তেই ক্লোজ হয়ে যেত

কাজেই ট্রেইলিং স্টপ ব্যবহার করে ট্রেড করুন, কিন্তু লসের কারণটা মাথায় রাখবেন, অর্থাৎ, লসের পরিমাণের চেয়ে বেশীতে প্রাইস উঠে গেলেই কেবল ট্রেইলিং স্টপ ব্যবহার করবেন অনেকেই আবার অল্প পরিমাণ ট্রেইলিং স্টপ ব্যবহার করেন, এটারও কিন্তু বেশ খারাপ দিক আছে যেমন, আপনার ট্রেডের প্রাইস .৫০০০ থেকে .৫৬০০ তে যাওয়ার সময় বেশ কয়েকবার বড় রকমের উল্টা ট্রেন্ড আসতে পারে যার সাইজ ৫০ পিপের বেশী হতে পারে, সেই ক্ষেত্রে ছোট ট্রেইলিং স্টপ ব্যবহার করলে স্টপ লস পয়েন্ট খুব নিকটে চলে আসবে এবং আপনার ট্রেড অল্প প্রফিটে ক্লোজ হয়ে যেতে পারে তাই বড় ট্রেইলিং স্টপ ব্যবহার করাটাই উত্তম

আমি Day 1 Chart ব্যবহার করি বলে ট্রেইলিং স্টপ ১০০ পিপ নির্ধারণের কথা বলেছি, যারা 4-Hour, 1-Hour, 30-Minute, প্রভৃতি ছোট টাইম ফ্রেমের Chart ব্যবহার করবেন, তারা ছোট ট্রেইলিং স্টপ ব্যবহার করবেন ট্রেইলিং স্টপের পরিমাণ ডেমোতে পরীক্ষা করে রিয়ালে ব্যবহার করাই উত্তম

ট্রেইলিং স্টপ ব্যবহার করার জন্য প্রথমে Terminal টি ওপেন করতে হবে, এরপরে যেই ট্রেডে ট্রেইলিং স্টপ আপনি সেট করতে চান সেই ট্রেডের উপর মাউস রেখে রাইট ক্লিক করে Default অথবা, Custom ট্রেইলিং স্টপ আপনি সেট করে দিতে পারেন, নীচের মত করে

আর যদি সেট করা ট্রেইলিং স্টপ বাতিল করে দিতে চান, তাহলে একই ভাবে Terminal এর ট্রেডের উপর মাউস রেখে ট্রেইলিং স্টপের সাইড উইনডোটি ওপেন করে None ক্লিক করতে হবে

Trailing Stop
কে সাধারণ ভাবে পয়েন্টের হিসেবে সেট করা হয় পয়েন্টের হিসাব বুঝতে সমস্যা হলে আপনি আপনার প্রফিটকে পয়েন্টে পরিবর্তন করে সেই পয়েন্ট অনুযায়ী Trailing Stop এর পয়েন্টকে সেট করে দিতে পারেন প্রফিটকে পয়েন্টে পরিবর্তন করে দেওয়ার জন্য টার্মিনালে দেখানো ট্রেডের উপর মাউস রেখে রাইট ক্লিক করে নীচের মত করে পরিবর্তন করতে হবে