মোবাইল ফোন এখন প্রতিদিনের ব্যবহার্য
পণ্য। হাতে কিছু পুঁজি থাকলে নিজ এলাকায় দিতে পারেন ফোনসেট বিক্রির দোকান।
বিস্তারিত জানাচ্ছেন ইফতেখার শুভ
ব্যবসা শুরু করার জন্য প্রথমেই প্রয়োজন দোকান বা শোরুম। প্রাথমিক অবস্থায় ১০০ বর্গফুটের একটি দোকান হলেই চলবে। এরপর প্রয়োজন হবে ট্রেড লাইসেন্স ও দোকান সাজানো। দোকানের সাজসজ্জার জন্য খরচ হবে ৪০ হাজার থেকে এক লাখ টাকা। এর পরই সেট কেনার পালা। প্রাথমিকভাবে এক লাখ টাকার সেট কিনলেই হবে। শুরুতে কম দামি সেট বিক্রি করাই ভালো। ব্যবসা চলার কিছুদিন পর টিন সার্টিফিকেট করিয়ে নিতে হবে। বিভিন্ন কম্পানির ডিলার হতে চাইলে টিন নম্বরের প্রয়োজন হয়।
কী কী বিক্রি করবেন
মোবাইল ফোনসেট ছাড়াও দোকানে মোবাইল চার্জার, ব্যাটারি, ডেটা কেব্ল্, মেমোরি কার্ড বিক্রি করতে পারেন। এ ছাড়া এমপিথ্রি, কেসিংও রাখতে পারেন।
কোথা থেকে কিনবেন
মোবাইল ফোনসেট বিক্রির অন্যতম পাইকারি মার্কেট হাতিরপুলের মোতালেব প্লাজা। এখান থেকেই বিভিন্ন ব্র্যান্ডের সেট কিনতে পারেন। এ ছাড়া অন্যান্য যন্ত্রাংশ গুলিস্তানের পাতাল মার্কেট থেকে পাইকারি দামে কিনতে পারেন।
চাহিদাসম্পন্ন ব্র্যান্ড ও দরদাম
বর্তমানে বিভিন্ন নামকরা ব্রান্ডের সঙ্গে বাজার দখল করেছে কিছু চায়নিজ ব্র্যান্ড। নকিয়া, স্যামসাং, সনি এরিকসন, সিম্ফনি, মাইক্রোম্যাক্স এসব ব্র্যান্ডের সেটের চাহিদাই বেশি। অন্যান্য ব্র্যান্ডের চায়নিজ সেট এক হাজার ২০০ থেকে ৩০০০ টাকার মধ্যেই পাওয়া যাবে। প্রায় সব ব্র্যান্ডেই ছয় মাস থেকে এক বছরের বিক্রয়োত্তর সেবা দিয়ে থাকে।
লাভ কেমন
সাধারণভাবে প্রতিটি ফোনসেটেই ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত লাভ করা সম্ভব। আর চার্জার ও ব্যাটারির ক্ষেত্রে ২০ থেকে ২৫ শতাংশ লাভ থাকে
ব্যবসা শুরু করার জন্য প্রথমেই প্রয়োজন দোকান বা শোরুম। প্রাথমিক অবস্থায় ১০০ বর্গফুটের একটি দোকান হলেই চলবে। এরপর প্রয়োজন হবে ট্রেড লাইসেন্স ও দোকান সাজানো। দোকানের সাজসজ্জার জন্য খরচ হবে ৪০ হাজার থেকে এক লাখ টাকা। এর পরই সেট কেনার পালা। প্রাথমিকভাবে এক লাখ টাকার সেট কিনলেই হবে। শুরুতে কম দামি সেট বিক্রি করাই ভালো। ব্যবসা চলার কিছুদিন পর টিন সার্টিফিকেট করিয়ে নিতে হবে। বিভিন্ন কম্পানির ডিলার হতে চাইলে টিন নম্বরের প্রয়োজন হয়।
কী কী বিক্রি করবেন
মোবাইল ফোনসেট ছাড়াও দোকানে মোবাইল চার্জার, ব্যাটারি, ডেটা কেব্ল্, মেমোরি কার্ড বিক্রি করতে পারেন। এ ছাড়া এমপিথ্রি, কেসিংও রাখতে পারেন।
কোথা থেকে কিনবেন
মোবাইল ফোনসেট বিক্রির অন্যতম পাইকারি মার্কেট হাতিরপুলের মোতালেব প্লাজা। এখান থেকেই বিভিন্ন ব্র্যান্ডের সেট কিনতে পারেন। এ ছাড়া অন্যান্য যন্ত্রাংশ গুলিস্তানের পাতাল মার্কেট থেকে পাইকারি দামে কিনতে পারেন।
চাহিদাসম্পন্ন ব্র্যান্ড ও দরদাম
বর্তমানে বিভিন্ন নামকরা ব্রান্ডের সঙ্গে বাজার দখল করেছে কিছু চায়নিজ ব্র্যান্ড। নকিয়া, স্যামসাং, সনি এরিকসন, সিম্ফনি, মাইক্রোম্যাক্স এসব ব্র্যান্ডের সেটের চাহিদাই বেশি। অন্যান্য ব্র্যান্ডের চায়নিজ সেট এক হাজার ২০০ থেকে ৩০০০ টাকার মধ্যেই পাওয়া যাবে। প্রায় সব ব্র্যান্ডেই ছয় মাস থেকে এক বছরের বিক্রয়োত্তর সেবা দিয়ে থাকে।
লাভ কেমন
সাধারণভাবে প্রতিটি ফোনসেটেই ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত লাভ করা সম্ভব। আর চার্জার ও ব্যাটারির ক্ষেত্রে ২০ থেকে ২৫ শতাংশ লাভ থাকে
0 comments:
মন্তব্য করুন