প্রোবায়োটিকস যেমন দই জাতীয় খাবারে সাধারণত থাকে এগুলো শুধু মানুষের জন্যই উপকারী নয় মাছের জন্য ও উপকারী। সম্প্রতি নতুন এক গবেষনায় দেখা গেছে মাছকে এসব প্রোবায়োটিকস খাওয়ানোর ফলে মাছের পোনার বৃদ্ধি ত্বরান্বিত হয় এবং স্বাস্থ্যের উন্নতি হয়।শুধু তাই নয় এসব মাছের জীবনকালও বেড়ে যায়। এর ফলে সৌন্দযবর্ধনের জন্য মাছের চাষ যেমন একুরিয়াম মাছের ক্ষেত্রে সাফল্য বৃদ্ধি করবে। যেহেতু মাছের লার্ভা বৃদ্ধির সময়টি অনেকটাই ঝুকিপূর্ণ। কঠিন এই সময়টি দ্রুততার সংগে কাটিয়ে দিতে পারলে যে কোন মাছকে খাবার টেবিল পযন্ত সরবরাহ করা সম্ভব। তাই প্রোবায়োটিকস ব্যবহারের মাধ্যমে মাছের পোনার দ্রুত বর্ধনের ফলে মৎস্যচাষে বিশাল সাফল্য অর্জন করা যেতে পারে বলে জানিয়েছেন গবেষকরা।
যেমন: প্রাইম কেয়ার বাজারজাত করছে করছে Microguard
ব্যবহারবিধি:
যেমন: প্রাইম কেয়ার বাজারজাত করছে করছে Microguard
ব্যবহারবিধি:
- ১০০ কেজি খাদ্যে ১০গ্রাম
3 comments:
Ami ai medicine ta kothai pabo ?
মাছের খাদ্য এবং ঔষধ যে সমস্ত দোকানে বিক্রি করে আপনি সেখানে এটা পাবেন।
আমি একজন ফিসারিজ মার্কেটিং অফিসার। আমরা ২ ধরনের প্রোবায়াটিস্ বিক্রি করি। একটি লিকুইড, আরেকটি ট্যাবলয়ের ফর্মে। এ ঔষধ দুটো থাইল্যান্ডের পিনপ্যানাত কোম্পানীর। এ ঔষধটি আমরা বাজারজাত করছি -এস.এন.এস এগ্রোটেক কোং,
বিস্তারিত- মারুফ হাসান
গ্রাহক সেবা প্রতিনিধি
সাতক্ষীরা -০১৭১৬-৮৪৩৬৪২
মন্তব্য করুন