আমি ফরেক্স শিখছি কিছুদিন হল। এই বাপারে বিডিপিপ্স এর সমস্ত সদস্যদের কাছে আমি কৃতজ্ঞ।
আমি বিভিন্ন রকম ইন্ডিকেটর ব্যবহার করে দেখেছি, প্রফিট পাবার জন্য ইন্ডিকেটর একমাত্র ভরসা নয় কিন্তু অবশ্যই সাহায্যকারী। হাজারো রং আর স্টাইলের ইন্ডিকেটরের ভিড়ে প্রফিট খুজে পাওয়া সত্যিই এক দুরুহ ব্যাপার। বরং নিউজের প্রভাব আর সাপোর্ট, পিভট, রেজিস্টান্ট ইত্যাদি নিয়ে ভালো আইডিয়া গড়ে তুলতে পারলে, মেটাট্রেডার এ বাই ডিফল্ট যেসব ইনডিকেটর দেয়া থাকে তাই যথেষ্ট। MACD, Moving Average, Alligator, Bollinger Bands ইত্যাদি যথেষ্ট ভালো ইন্ডিকেটর। তবে টাইম ফ্রেম M1 আর M5 কম ব্যবহার করে বড় টাইম ফ্রেমগুলু ব্যবহার করলে লস হবার সম্ভাবনা অনেক কমে যায়।
আমি রিয়েল ট্রেড করি, তবে বোনাস ডলার নিয়ে। আপনারা হয়তো আমার সাথে একমত নাও হতে পারেন, কিন্তু আমার মতে দীর্ঘসময় ডেমো করার চাইতে প্রথমে কিছুদিন ডেমো করার পর বেসিকগুলু আয়ত্তে আসার পর বোনাস নিয়ে রিয়েল ট্রেড করা উচিত। কারন ডেমোতে লস হলেও মনে প্রভাব পড়ে কম, কিন্তু বোনাস এ উইথদ্র করার একটা সম্ভাবনা থাকে বলে, লস হলে মনে কস্ট হয়। এটা পরবর্তীতে ভালো করে ফরেক্স শেখার জন্য সহায়ক হয়।
কয়েকটি বোনাস নষ্ট করার পর আমি এই স্ট্রাটেজী ব্যবহার শুরু করেছি। ভালো ফলাফল পাচ্ছি বলে শেয়ার করার সাহস করলাম।
আমি আগেই বলেছি মেটাট্রেডার এ বাই ডিফল্ট যেসব ইনডিকেটর দেয়া থাকে তাই যথেষ্ট। তাই আমি এর বাইরে যাইনি।
যদিও এটা তৈরিতে আমার কোনও কৃতিত্ব নেই কিন্তু আমি এর নাম দিয়েছি crocodile যাতে টেমপ্লেটটি খুজে পেতে কস্ট কম হয়।
crocodile
টাইম ফ্রেম => M15, M30, H1 (M15 best)
পেয়ার=> যেকোন (eur/usd & gbp/usd best)
সেশন=> যেকোনো
স্টপ লস=> ২০-৩০ পিপস (পিভট, রেসিস্টান্ট এবং সাপোর্ট দেখে নিলে ভাল)
টেক প্রফিট => এক্সিট করার নিয়ম আছে, তবুও ২০-৪০ পিপ টেক প্রফিট দেওয়া ভালো।
Indicators & Objects => (যা এর মধ্যে ব্যাবহার করা হয়েছে)
1. MACD (12,26,5) * ট্রেন্ড আপ/ডাওন/সাইডয়ে বুঝার জন্য।
2. Alligator * তিনটি সিম্পল মোভিং এভারেজ এর মডিফিকেশন
3. Heiken Ashi *যাতে বার বার কেন্ডেল এর পরিবর্তন দেখে মাথা না গরম হয়। (মজা করলাম )
4. Pivot Point(Fibo) * স্টপ লস বা টেক প্রফিট এবং অন্যান্য ধারনার জন্য।
5. Timer * একটি কেন্ডেল শেষ হতে কতক্ষন বাকি, বুঝার জন্য।
Alligator’s jaws (blue line) – 13-period Simple Moving Average built from (High+Low)/2, moved into the future by 8 bars;
Alligator’s teeth (red line) - 8-period Simple Moving Average built from (High+Low)/2, moved by 5 bars into the future;
Alligator’s lips (green line) - 5-period Simple Moving Average built from (High+Low)/2, moved by 3 bars into the future.
কিভাবে ট্রেড করবোঃ
Alligator (কুমির) আমাদের ট্রেন্ড এর উপস্থিতি এবং এর দিক বুঝতে সাহায্য করে। আপট্রেন্ড এর সময় সবুজ লাইন উপরে এবং নীল লাইন নিচে থাকবে এর ডাওনট্রেন্ড এর সময় সবুজ লাইন নিচে এবং নীল লাইন উপরে থাকবে। অর্থাৎ সবুজ (গ্রীন সিগন্যাল) যেদিকে ওইদিকে ট্রেন্ড মুভ করবে। লাল সবসময় মাঝে থাকবে।
যখন এই প্যাটার্ন টা এলোমেলো বা তিনটা লাইন একসাথে থাকবে তখন বুঝতে হবে যে কুমির শিকার ধরা বাদ দিয়ে ঘুমিয়ে আছে। শিকার নেই কাজেই এই সময় ট্রেড করলে শিকার (পিপ্স) লাভ করার সম্ভাবনা খুব কম, না করাই ভালো।
কুমির যতবেশি সময় ধরে ঘুমাবে ততো ক্ষুধার্ত হতে থাকবে। কাজেই যতবেশি মার্কেট ট্রেন্ডবিহীন অবস্থায় থাকবে, পরবর্তিতে ততো বড় ট্রেন্ড তৈরি হবার সম্ভাবনা থাকবে।
যখন ট্রেন্ড শুরু হবে তখন কুমির ঘুম থেকে উঠে শিকার ধরার জন্য হা করবে, ফলে লাল, নীল এবং লাল লাইন তিনটি ফাক হতে থাকবে। শিকার (পিপ্স) যখন প্রান বাচানোর জন্য পালাতে থাকবে তখনই আপনি আপনার শিকার শুরু করবেন অর্থাৎ ট্রেড ওপেন করবেন (MACD খেয়াল করে). যতক্ষণ পর্যন্ত কুমির কামড় না দিচ্ছে, আপনি শিকার চালিয়ে যাবেন।
যখনই কুমিরের কামড় পড়বে (সবুজ দাগ এর ভেতর ঢুকে যাবে) তখন ট্রেড ক্লোজ করে দিবেন। কুমিরের কামড় বলে কথা, আপনি তো এর টারজান না ।
খাওয়া হয়ে গেলে কুমির খুশি হয়ে মুখ বন্ধ করে আবার ঘুমিয়ে পরবে (লাল, সবুজ, নীল দাগ তিনটি কাছে চলে আসবে)।
সতর্কতা (এই সিস্টেমেও লস হবে)
১. ডেমোতে টেস্ট করে আগে যাচাই করুন।
২. (গ্রিন সিগন্যাল) অর্থাৎ অন্তত একটি বার সবুজ লাইনকে ক্রস করবে। বাই ট্রেন্ড এ সবুজ লাইন সবার উপরে এবং সেল ট্রেন্ড এ সবার নিচে থাকবে। লাল লাইন সবসময় মাঝে থাকবে। এলোমেলো থাকলে ট্রেড ওপেন করা থেকে বিরত থাকুন।
৩. বাই এবং সেল এন্ট্রি দেবার আগে কেন্ডেল এর কালার খেয়াল করুন। সবুজ লাইন ক্রস করা অবস্থায় হাইকেন আসি ক্যান্ডেল এর কালার বাই এর জন্য সাদা এবং সেল এর জন্য লাল হবে।
৪. ট্রেন্ড এর পরিবর্তন নিশ্চিত হবার জন্য MACD এর দিকে খেয়াল করুন।
৫. আপনি যেকোনো একটি টাইম ফ্রেম ফলো করবেন। M15 দেখে ট্রেড ওপেন করলে M15 দেখেই ট্রেড ক্লোজ করবেন। একই নিয়ম অন্য টাইম ফ্রেমের জন্য প্রযোজ্য।
৬. নিউজ দেখে বুঝে ট্রেড করুন। নিউজ
৭. হাইকেন আসির কালার যখন বদলে যাবে এবং বার পুনরায় সবুজ লাইন এর ভেতর ঢুকে যাবে ট্রেড ক্লোজ করে দিবেন।
৮.পিভট, সাপোর্ট, রেজিসটেন্স লেভেল গুলুতে যেকোনো সময় ট্রেন্ড ঘুরে যেতে পারে, কাজেই যে ইনডিকেটরই ব্যবহার করেন না কেন এই সময় সাবধানে ট্রেড করতে হবে।
৯. স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহারের সময় Fibonacci Retracement দেখতে পারলে ভাল।
১০. এখানে MACD (12,26,5) ব্যবহার করা হয়েছে। এক্ষেত্রে ট্রেন্ড ঘুরে যাবার মুহূর্তে প্রথমেই MACD আপনাকে সতর্ক করবে আর তখন কেন্ডেল এর কালারও দেখবেন পরিবর্তন হয়ে গেছে। আপনি চাইলে ওই সময়ই ট্রেড ক্লোজ করে দিতে পারেন অথবা সবুজ লাইন স্পর্শ করা পর্যন্ত অপেক্ষা করতে পারেন।
Template টি আপলোড করলাম, যাতে এক ক্লিকে সব সেটিং পেয়ে যান। যেখানে মেটাট্রেডার ইন্সটল করেছেন ওই ফোল্ডারের টেমপ্লেট ফোল্ডারে ফাইলটি কপি করে মেটাট্রেডার রিস্টার্ট দিন। তারপর আপনার মেটাট্রেডার উইন্ডোতে রাইট ক্লিক করে টেমপ্লেট টি সিলেক্ট করুন।
লিখা এবং অন্যান্য ভুলের জন্য দুঃখিত। ভুল থাকলে শুধরে দিলে খুশি হব। ধন্যবাদ।
1. Crocodile V1 (default MACD)
2. Crocodile V2 (colored MACD)
3. Crocodile V3 (empowered with fractals)
Fractal এর ব্যাবহার জানার জন্য লিঙ্কটি দেখতে পারেন। Fractal
ভুলেও ঘুমন্ত কুমিরের কাছে যাবেন না।
আজকের শিকার (৬ আগস্ট রাত ১০টা পর্যন্ত) ৩৬+১৬-৭+২৪+১৫+১২ = ৯৬
কি মনে হয়? ১০০ পিপ্স সম্ভব?
আমি বিভিন্ন রকম ইন্ডিকেটর ব্যবহার করে দেখেছি, প্রফিট পাবার জন্য ইন্ডিকেটর একমাত্র ভরসা নয় কিন্তু অবশ্যই সাহায্যকারী। হাজারো রং আর স্টাইলের ইন্ডিকেটরের ভিড়ে প্রফিট খুজে পাওয়া সত্যিই এক দুরুহ ব্যাপার। বরং নিউজের প্রভাব আর সাপোর্ট, পিভট, রেজিস্টান্ট ইত্যাদি নিয়ে ভালো আইডিয়া গড়ে তুলতে পারলে, মেটাট্রেডার এ বাই ডিফল্ট যেসব ইনডিকেটর দেয়া থাকে তাই যথেষ্ট। MACD, Moving Average, Alligator, Bollinger Bands ইত্যাদি যথেষ্ট ভালো ইন্ডিকেটর। তবে টাইম ফ্রেম M1 আর M5 কম ব্যবহার করে বড় টাইম ফ্রেমগুলু ব্যবহার করলে লস হবার সম্ভাবনা অনেক কমে যায়।
আমি রিয়েল ট্রেড করি, তবে বোনাস ডলার নিয়ে। আপনারা হয়তো আমার সাথে একমত নাও হতে পারেন, কিন্তু আমার মতে দীর্ঘসময় ডেমো করার চাইতে প্রথমে কিছুদিন ডেমো করার পর বেসিকগুলু আয়ত্তে আসার পর বোনাস নিয়ে রিয়েল ট্রেড করা উচিত। কারন ডেমোতে লস হলেও মনে প্রভাব পড়ে কম, কিন্তু বোনাস এ উইথদ্র করার একটা সম্ভাবনা থাকে বলে, লস হলে মনে কস্ট হয়। এটা পরবর্তীতে ভালো করে ফরেক্স শেখার জন্য সহায়ক হয়।
কয়েকটি বোনাস নষ্ট করার পর আমি এই স্ট্রাটেজী ব্যবহার শুরু করেছি। ভালো ফলাফল পাচ্ছি বলে শেয়ার করার সাহস করলাম।
আমি আগেই বলেছি মেটাট্রেডার এ বাই ডিফল্ট যেসব ইনডিকেটর দেয়া থাকে তাই যথেষ্ট। তাই আমি এর বাইরে যাইনি।
যদিও এটা তৈরিতে আমার কোনও কৃতিত্ব নেই কিন্তু আমি এর নাম দিয়েছি crocodile যাতে টেমপ্লেটটি খুজে পেতে কস্ট কম হয়।
crocodile
টাইম ফ্রেম => M15, M30, H1 (M15 best)
পেয়ার=> যেকোন (eur/usd & gbp/usd best)
সেশন=> যেকোনো
স্টপ লস=> ২০-৩০ পিপস (পিভট, রেসিস্টান্ট এবং সাপোর্ট দেখে নিলে ভাল)
টেক প্রফিট => এক্সিট করার নিয়ম আছে, তবুও ২০-৪০ পিপ টেক প্রফিট দেওয়া ভালো।
Indicators & Objects => (যা এর মধ্যে ব্যাবহার করা হয়েছে)
1. MACD (12,26,5) * ট্রেন্ড আপ/ডাওন/সাইডয়ে বুঝার জন্য।
2. Alligator * তিনটি সিম্পল মোভিং এভারেজ এর মডিফিকেশন
3. Heiken Ashi *যাতে বার বার কেন্ডেল এর পরিবর্তন দেখে মাথা না গরম হয়। (মজা করলাম )
4. Pivot Point(Fibo) * স্টপ লস বা টেক প্রফিট এবং অন্যান্য ধারনার জন্য।
5. Timer * একটি কেন্ডেল শেষ হতে কতক্ষন বাকি, বুঝার জন্য।
Alligator’s jaws (blue line) – 13-period Simple Moving Average built from (High+Low)/2, moved into the future by 8 bars;
Alligator’s teeth (red line) - 8-period Simple Moving Average built from (High+Low)/2, moved by 5 bars into the future;
Alligator’s lips (green line) - 5-period Simple Moving Average built from (High+Low)/2, moved by 3 bars into the future.
কিভাবে ট্রেড করবোঃ
Alligator (কুমির) আমাদের ট্রেন্ড এর উপস্থিতি এবং এর দিক বুঝতে সাহায্য করে। আপট্রেন্ড এর সময় সবুজ লাইন উপরে এবং নীল লাইন নিচে থাকবে এর ডাওনট্রেন্ড এর সময় সবুজ লাইন নিচে এবং নীল লাইন উপরে থাকবে। অর্থাৎ সবুজ (গ্রীন সিগন্যাল) যেদিকে ওইদিকে ট্রেন্ড মুভ করবে। লাল সবসময় মাঝে থাকবে।
যখন এই প্যাটার্ন টা এলোমেলো বা তিনটা লাইন একসাথে থাকবে তখন বুঝতে হবে যে কুমির শিকার ধরা বাদ দিয়ে ঘুমিয়ে আছে। শিকার নেই কাজেই এই সময় ট্রেড করলে শিকার (পিপ্স) লাভ করার সম্ভাবনা খুব কম, না করাই ভালো।
কুমির যতবেশি সময় ধরে ঘুমাবে ততো ক্ষুধার্ত হতে থাকবে। কাজেই যতবেশি মার্কেট ট্রেন্ডবিহীন অবস্থায় থাকবে, পরবর্তিতে ততো বড় ট্রেন্ড তৈরি হবার সম্ভাবনা থাকবে।
যখন ট্রেন্ড শুরু হবে তখন কুমির ঘুম থেকে উঠে শিকার ধরার জন্য হা করবে, ফলে লাল, নীল এবং লাল লাইন তিনটি ফাক হতে থাকবে। শিকার (পিপ্স) যখন প্রান বাচানোর জন্য পালাতে থাকবে তখনই আপনি আপনার শিকার শুরু করবেন অর্থাৎ ট্রেড ওপেন করবেন (MACD খেয়াল করে). যতক্ষণ পর্যন্ত কুমির কামড় না দিচ্ছে, আপনি শিকার চালিয়ে যাবেন।
যখনই কুমিরের কামড় পড়বে (সবুজ দাগ এর ভেতর ঢুকে যাবে) তখন ট্রেড ক্লোজ করে দিবেন। কুমিরের কামড় বলে কথা, আপনি তো এর টারজান না ।
খাওয়া হয়ে গেলে কুমির খুশি হয়ে মুখ বন্ধ করে আবার ঘুমিয়ে পরবে (লাল, সবুজ, নীল দাগ তিনটি কাছে চলে আসবে)।
সতর্কতা (এই সিস্টেমেও লস হবে)
১. ডেমোতে টেস্ট করে আগে যাচাই করুন।
২. (গ্রিন সিগন্যাল) অর্থাৎ অন্তত একটি বার সবুজ লাইনকে ক্রস করবে। বাই ট্রেন্ড এ সবুজ লাইন সবার উপরে এবং সেল ট্রেন্ড এ সবার নিচে থাকবে। লাল লাইন সবসময় মাঝে থাকবে। এলোমেলো থাকলে ট্রেড ওপেন করা থেকে বিরত থাকুন।
৩. বাই এবং সেল এন্ট্রি দেবার আগে কেন্ডেল এর কালার খেয়াল করুন। সবুজ লাইন ক্রস করা অবস্থায় হাইকেন আসি ক্যান্ডেল এর কালার বাই এর জন্য সাদা এবং সেল এর জন্য লাল হবে।
৪. ট্রেন্ড এর পরিবর্তন নিশ্চিত হবার জন্য MACD এর দিকে খেয়াল করুন।
৫. আপনি যেকোনো একটি টাইম ফ্রেম ফলো করবেন। M15 দেখে ট্রেড ওপেন করলে M15 দেখেই ট্রেড ক্লোজ করবেন। একই নিয়ম অন্য টাইম ফ্রেমের জন্য প্রযোজ্য।
৬. নিউজ দেখে বুঝে ট্রেড করুন। নিউজ
৭. হাইকেন আসির কালার যখন বদলে যাবে এবং বার পুনরায় সবুজ লাইন এর ভেতর ঢুকে যাবে ট্রেড ক্লোজ করে দিবেন।
৮.পিভট, সাপোর্ট, রেজিসটেন্স লেভেল গুলুতে যেকোনো সময় ট্রেন্ড ঘুরে যেতে পারে, কাজেই যে ইনডিকেটরই ব্যবহার করেন না কেন এই সময় সাবধানে ট্রেড করতে হবে।
৯. স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহারের সময় Fibonacci Retracement দেখতে পারলে ভাল।
১০. এখানে MACD (12,26,5) ব্যবহার করা হয়েছে। এক্ষেত্রে ট্রেন্ড ঘুরে যাবার মুহূর্তে প্রথমেই MACD আপনাকে সতর্ক করবে আর তখন কেন্ডেল এর কালারও দেখবেন পরিবর্তন হয়ে গেছে। আপনি চাইলে ওই সময়ই ট্রেড ক্লোজ করে দিতে পারেন অথবা সবুজ লাইন স্পর্শ করা পর্যন্ত অপেক্ষা করতে পারেন।
Template টি আপলোড করলাম, যাতে এক ক্লিকে সব সেটিং পেয়ে যান। যেখানে মেটাট্রেডার ইন্সটল করেছেন ওই ফোল্ডারের টেমপ্লেট ফোল্ডারে ফাইলটি কপি করে মেটাট্রেডার রিস্টার্ট দিন। তারপর আপনার মেটাট্রেডার উইন্ডোতে রাইট ক্লিক করে টেমপ্লেট টি সিলেক্ট করুন।
লিখা এবং অন্যান্য ভুলের জন্য দুঃখিত। ভুল থাকলে শুধরে দিলে খুশি হব। ধন্যবাদ।
1. Crocodile V1 (default MACD)
2. Crocodile V2 (colored MACD)
3. Crocodile V3 (empowered with fractals)
Fractal এর ব্যাবহার জানার জন্য লিঙ্কটি দেখতে পারেন। Fractal
ভুলেও ঘুমন্ত কুমিরের কাছে যাবেন না।
আজকের শিকার (৬ আগস্ট রাত ১০টা পর্যন্ত) ৩৬+১৬-৭+২৪+১৫+১২ = ৯৬
কি মনে হয়? ১০০ পিপ্স সম্ভব?
সংযুক্ত ফাইল
- fbk macd alligator.rar (1.27K)
ডাউনলোড সংখ্যা: 375 - crocodile.tpl (5.66K)
ডাউনলোড সংখ্যা: 248 - timer.ex4 (2.41K)
ডাউনলোড সংখ্যা: 189 - Pivot.mq4 (5.09K)
ডাউনলোড সংখ্যা: 199 - Crocodile V2 Coloured.rar (5.29K)
ডাউনলোড সংখ্যা: 236 - crocodile v3.rar (1.04K)
ডাউনলোড সংখ্যা: 234 - colored MACD with Alert.mq4 (4.38K)
3 comments:
thanks
thanks vai
u r wlcome
মন্তব্য করুন