আপনি কিন্তু মেটাট্রেডার ইন্সটল করতে পারেন আপনার পেনড্রাইভেই। তাই যেখানে-সেখানে বারবার ইন্সটল ভুলে যান (আমি এই কাজ আগে প্রায়ই করতাম) এবং আপনার পেনড্রাইভে কিভাবে মেটাট্রেডার ইন্সটল করতে হয়, তা দেখে নিন। আমাদের প্রায় সবারই অবশ্যই একটি পেনড্রাইভ রয়েছে। আর মেটাট্রেডার ৪ ইনস্টল করলে তা জায়গা নেবে মাত্র ১৬ মেগাবাইট। সুতরাং আপনাকে স্পেস সমস্যায় কখনই পড়তে হবেনা। চলুন দেখে নেয়া যাক কিভাবে পেনড্রাইভে মেটাট্রেডার ইন্সটল করা যায়ঃ
- আপনি আপনার কম্পিউটারে যেভাবে সাধারনত মেটাট্রেডার ইন্সটল করেন, ঠিক সেভাবেই এখানে ইন্সটল করতে হবে। প্রথমে ব্রোকারের ওয়েবসাইট থেকে মেটাট্রেডার ইন্সটলার ফাইলটি ডাউনলোড করুন। আমি xemarkets4setup.exe ফাইলটি ডাউনলোড করেছি।
- ডাবল ক্লিক করে ফাইলটি ইন্সটল শুরু করুন। Next দিন > Agreement এ টিক দিন > পরবর্তী উইন্ডোতে দেখবেন নিচের ছবির মত আসবেঃ
- এখান থেকে আপনার পেনড্রাইভটি সিলেক্ট করুন, এবং পেনড্রাইভে একটি MT4 বা যেকোনো নামে ফোল্ডার তৈরি করুন। তারপর Ok দিন > এবং Next বাটনে ক্লিক করুন।
- এরপর শুরু হবে আপনার ইন্সটলেশন। সার্ভার থেকে ফাইলগুলো ডাউনলোড হবে। ইন্সটল শেষ হলে Finish বাটনে ক্লিক করুন। এরপর যেকোনো কম্পিউটারে আপনার পেনড্রাইভ লাগিয়ে পেনড্রাইভের MT4 ফোল্ডারে যান এবং Terminal.exe তে ক্লিক করলেই ওপেন হয়ে যাবে মেটাট্রেডার।
- আপনি সাধারন নিয়মেই আপনার পেনড্রাইভের মেটাট্রেডারে ইন্ডিকেটর, এক্সপার্ট এডভাইসর, টেমপ্লেট ইত্যাদি ইন্সটল করে রাখতে পারবেন।
এভাবে আপনি পেনড্রাইভে আরও বিভিন্ন সফটওয়্যার ইন্সটল করে রাখতে পারেন, এবং যেখানে-সেখানে ব্যবহার করতে পারেন ইন্সটল ছাড়াই।
0 comments:
মন্তব্য করুন