ফরেক্স ট্রেড এ স্ট্রেটেজীর শেষ নেই। কোন স্ট্রেটেজীই আপনাকে ১০০% সাফল্য এনে দিতে পারবে না। তারপরও কিছু সহজ স্ট্রেটেজী শেয়ার করব যাতে নতুন ফরেক্স ট্রেডাররা সহজেই কিছু প্রফিটের দেখা পেতে পারে।
আমি সাধারণত Long Term ট্রেড করি। আজ সেরকমই একটা স্ট্রেটেজী শেয়ার করছি।
- সর্বপ্রথম ১ঘন্টার টাইমফ্রেমের চার্ট নিন যেকোন পেয়ারের। আমি EURUSD নিয়েছি।
- এরপর Fisher11.mq4 ইন্ডিকেটরটি সেটআপ করে নিন (C: Program file --> আপনার ব্রোকার এর ফোল্ডার --> Expert --> Indicators).
- এরপর টেম্পলেট টি সেভ করুন (C: Program file --> আপনার ব্রোকার এর ফোল্ডার -->Tamplates).
- একটা রেডিমেট টেম্পলেট তৈরি করে দিয়েছি আপনাদের সুবিধার জন্য।
- ইন্ডিকেটর+রেডি করা টেম্পলেট ডাউনলোড করে নিন এখান থেকে।
- নিচের চার্ট বড় করে দেখার জন্য চার্ট এর উপর ক্লিক করুন।
Fisher11 যখন শূন্য লাইন এ থাকবে তখনই মার্কেট থেকে আপনি সিগনাল পাবেন বাই অথবা সেল এর। Fisher11 যখন জিরো লাইন থেকে উপরের দিকে সবুজ চিহ্ন দেওয়া শুরু করবে তখন মার্কেট আপট্রেন্ড অর্থাৎ বাই এ যাবার সম্ভবনা বেশি থাকবে। অপরদিকে Fisher11 যখন লাল চিহ্ন দেওয়া শুরু করবে তখন মার্কেট ডাউন অর্থাৎ সেল এর দিকে যাবার সম্ভবনা বেশি থাকবে।
Buy করবেন তখন যখন:
ধাপ- ১: LED Fisher11 (55) যখন নীচে থেকে ক্রস করবে। তখন আমাদের ইন্ডিকেটর Parabolic (0.02,0.2) খেয়াল করবেন Buy এর সিগনালই প্রদান করেছে। চলতি ঘন্টার ক্যান্ডেল ক্লোজ হবার পর পরই আপনি একটি Buy ট্রেড অপেন করতে পারেন। যতক্ষণ Fisher11 সবুজ চিহ্ন প্রদান করবে ততক্ষন Sell দিবেন না। তখন Sellএর সিগনাল পেলে পূর্ববর্তী Buy ট্রেড ক্লোজ করে দিবেন। নিচের চিত্র লক্ষ্য করুন:
লক্ষ করুন। Parabolic ইন্ডিকেটর এক ঘন্টার ক্যান্ডেল এ সিগনাল প্রদান করেছে এবং Fisher11 নীচে থেকে উপরের দিকে ক্রস করেছে। যদি Parabolic আবার ডাউন সিগনাল দেয় তখন আপনার পূর্বের ট্রেডটি ক্লোজ করে দিবেন। আবার যখন Parabolic আপ এর সিগনাল দেবে এবং Fisher11 যদি জিরো লাইনের উপরে সবুজ চিহ্নে থাকে তাহলে আবার একটা Buy ট্রেড নিতে পারেন।
Sell করবেন তখন যখন:
ধাপ- ২: ঠিক একইভাবে Fisher11 যদি জিরো লাইনের নীচে আসে এবং লাল রংয়ের সিগনাল প্রদান করে তাহলে তখন Sell ট্রেড খুলতে পারবেন। সেক্ষেত্রে আপনার যদি কেনাBuy ট্রেড খোলা থাকে তাহলে সেগুলো অতিশীঘ্র ক্লোজ করে নিবেন। নিচের চিত্রটি লক্ষ করুন:
এখন ঠিক Buy সিগনালের উল্টো নিয়ম LED Fisher11 (55) যখন উপর থেকে নীচের দিকে ক্রস করবে। তখন আমাদের ইন্ডিকেটর Parabolic (0.02,0.2)খেয়াল করবেন Sell এর সিগনালই প্রদান করেছে। পরবর্তী ঘন্টার ক্যান্ডেল ক্লোজ হবার পর পরই আপনি একটি Sell ট্রেড অপেন করতে পারেন। যতক্ষণ Fisher11 লালচিহ্ন প্রদান করবে ততক্ষন কোন Buy দিবেন না। তখন Buy এর সিগনাল পেলে পূর্ববর্তী Sell ট্রেড ক্লোজ করে দিবেন।
ঠিক একইভাবে Fisher11 যদি জিরো লাইনের উপরে চলে যায় এবং সবুজ চিহ্ন দেখানো আরম্ভ করে তখন আবার স্টেপ নাম্বার ১ এ চলে যাবেন। তারমানে Buy ট্রেড শুরু করবেন।
এক্ষেত্রে টেক প্রফিট স্টপ লস বসানোর খুব একটা প্রয়োজন নেই। কারন আপনি Parabolic ইন্ডিকেটর এর সিগনাল নিয়ে ট্রেড অপেন এবং ক্লোজ করবেন। তারপরও যদি স্টপ লস টেক প্রফিট বসাতে চান তাহলে সেটা আপনার মানি ম্যানেজমেন্ট অনুযায়ী বসিয়ে নিবেন।
আশা করি ষ্ট্রাটেজিটা ভাল লাগবে। আপনারা ঠিক এই ষ্ট্রেটেজি আপনাদের সুবিধামত পরিবর্তন, পরিবর্ধন করে নিতে পারেন। সবার সুস্বাস্থ্য কামনায় বিদায়। Happy Trading…
0 comments:
মন্তব্য করুন