শুকনো পদ্ধতিতে বোরো চাষ

ধানের অন্যতম প্রজাতি বোরো চাষের জন্য প্রয়োজন প্রচুর পানি। শুকনো মৌসুমে পানির স্তর নিচে নেমে যায় এবং এ সময় ধানটি চাষের জন্য মাটিতে লবণাক্ততা, লোহা ও আর্সেনিকের পরিমাণ বেড়ে যাওয়া, উৎপাদন খরচ বেড়ে যাওয়াসহ অনেক প্রতিকূলতা মোকাবিলা করতে হয় কৃষককে। সমস্যাটি কাটাতে 'অ্যারোবিক বা শুকনো' নামের নতুন ধরনের চাষ পদ্ধতি আবিষ্কার করেছেন কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মশিউর রহমান, পিএইচডি শিক্ষার্থী এখলাস উদ্দিন ও মেহেদী মাসুদ। তাঁদের সঙ্গে ছিলেন বিভাগের ১৭ ছাত্রছাত্রী। এ বছর চারটি জেলায় চাষ পদ্ধতিটি কাজে লাগিয়ে ব্যাপক সাফল্য পাওয়া গেছে। পদ্ধতিটি ব্যবহারের মাধ্যমে কৃষকের শতকরা ৫০ থেকে ৭০ ভাগ পানি কম খরচ হয়। চাষকৃত ধানে পোকা-মাকড়ের আক্রমণও হয় কম। প্রধান গবেষক ড. মশিউর জানিয়েছেন, 'অ্যারোবিক' পদ্ধতিতে বোরো চাষে বছরে প্রায় দুই হাজার ৮০০ কোটি টাকার বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব হবে।

1 comments:

Unknown said... Udyokta

বিস্তারিত তথ্য জানাতে বিশেষ অনুরোধ করছি