কৃষি যান্ত্রিকীকরণ এ নতুন প্রযুক্তি ---- রাইস ট্রান্সপ্লান্টার

উপরে যে ছবিটি দিয়েছি এর অনুরুপ যন্ত্রই দেশের ৩/৪ টি কৃষি যন্ত্রপাতি বাজারজাতকারী প্রতিষ্ঠান বর্তমানে বাজার জাত করছে।

যন্ত্রের সুবিধা:

১। ২০-২৫ % উৎপাদন বৃদ্ধি (প্রচলিত পদ্ধতির তুলনায়)
২।
সমান দুরত্ব বজায় রেখে চারা রোপন
৩।
চারা আঘাতপ্রাপ্ত হয় না
৪।
অধিক সংখ্যক কুশি গজায়
৫।
সকল কুশিতে শীষ হয়
৬।
প্রচলিত পদ্ধতি থেকে কম বীজের প্রয়োজন হয়
৭।
একসাথে ৪ সারিতে চারা লাগনো যায়
৮।
অকটেন চালিত ইন্জিনে জ্বালানী খরচ ঘন্টায় ১/২ লিটার
৯। ২ জন শ্রমিক প্রয়োজন
১০।
ঘন্টায় ৪০-৪৫ শতক জমিতে চারা রোপন করা যায়
১১। ১০০ শতক জমিতে চারা রোপনের মোট খরচ সর্বোচ্চ ৮০০ টাকা (প্রচলিত পদ্ধতিতে প্রায় ২৫০০ টাকা)
১২।
জমির আগাছা দমন, বালাই ব্যবস্থাপনা ও গুটি ইউরিয়া প্রয়োগ কাজ সহজ করে।

অসুবিধা:

চারা ট্রেতে লাগাতে হয়
যন্ত্রের দাম বেশী

যন্ত্রের দাম:

বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে এমন যন্ত্রের দাম ৩ লক্ষ থেকে ৩ লক্ষ ৫০ হাজার টাকা। বিভিন্ন কোম্পানী কিস্তিতে বিক্রয় করছে। (৫০ ভাগ ডাউনপেমেন্ট প্রদান সাপেক্ষে)