কোম্পানির নাম নিবন্ধনের ধাপ সমূহ।


বাংলাদেশে কোম্পানি নিবন্ধন দেওয়া হয় জয়েন্ট স্টক কোম্পানিজ এন্ড ফার্মস অফিস থেকে ।

কোম্পানি নিবন্ধন করতে চাইলে প্রথমে দেখে নিতে হবে , আপনার পছন্দের নাম আগে থেকেই অন্য কারো দ্বারা নিবন্ধিত কি না? এ জন্য আপনিhttp://www.roc.gov.bd:7781/ এই ওয়েবসাইট থেকে নাম চেক করে নিতে পারেন ।

আপনি চাইলে অনলাইনে ও আবেদন করতে পারেন http://www.roc.gov.bd/এর মাধ্যমে । অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে , আবেদন ফর্ম প্রিন্ট দিয়ে ১০০ টাকা সহ জয়েন্ট স্টক কম্পানিজ অ্যান্ড ফার্মসের অফিসের ব্যাংক অ্যাকাউন্ট বরাবর পাঠাতে হয়। নামের ছাড়পত্র পেতে সাধারণত এক সপ্তাহ লাগতে পারে । কোন কারণে ছাড়পত্র না পেলে নতুন নাম দিয়ে আবার নিবন্ধন করতে পারেন ।
ছাড়পত্র পেলে পুনরায় (জয়েন্ট স্টক কোম্পনিজ এন্ড ফার্মসে ) কোম্পানি আইন ১৯৯৪ অনুযায়ী প্রয়োজনীয় ফী-কাগজপত্র ও দলিল সাবমিট করতে হবে । (http://bdlaws.minlaw.gov.bd/bangla_pdf_part.php?act_name&vol=%26%232537%3B%26%232534%3B&id=788) ( অষ্টম খন্ড)

কর কমিশন নিবন্ধন --- নিবন্ধনের জন্য এনবিয়ারের কার্যালয়ে আবেদন করতে হবে, এর জন্য অবশ্য কোন কোন ফী নেই ।

আপনি, চাইলে এনবিয়আরের সাইট থেকে ফর্ম নামিয়ে, পূরণ করে এনবিয়ার কার্যালয়ে(সেগুন বাগিচা) জমা দিতে পারেন । http://www.nbr-bd.org/

ট্রেড লাইসেন্স--- ট্রেড লাইসেন্স সিটি করপোরেশন থেকে সংগ্রহ করতে হয় , এজন্য খরচ হতে পারে ৫০০০ থেকে ১০০০০ টাকা । আবেদনের আপনার নিকটস্থ সিটি করপোরেশন অফিসে যোগাযোগ করতে পারেন ।

লগো নির্বাচন ও নিবন্ধন---লগো কোম্পানির প্রচার-প্রসার এবং ব্র্যান্ডিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভাল কোন ডিজাইনার দ্বারা পছন্দ মত লগো ডিজাইন করে এর কপি রাইট এন্ড ট্রেড মার্কের জন্য http://www.dpdt.gov.bd/ -এর রেজিস্ট্রেশন বিভাগে- এ আবেদন করতে পারেন , এজন্য খরচ পড়তে পারে ২০০০ থেকে ১৫০০০ পর্যন্ত । এ সম্পর্কে আরো জানতে যোগাযোগ করুন http://www.dpdt.gov.bd/contact.html

অনান্য লাইসেন্স/সার্টিফিকেট ----

ব্যবসার প্রকৃতি অনুযায়ী আরো অনেক ধরণের লাইন্সের প্রয়োজন হয় , যেমন ভোগ পণ্য, রাসায়নিক পণ্য/ মেটাল এর জন্বিযএসটিআইয়ের লাইসেন্স । এর লাইসেন্স/সার্টিফিকেটর ফী নির্ভর করে প্রডাক্টের উপর http://www.bsti.gov.bd/citizen.html (বিস্তারিত )

এছাড়া, হোটেল/প্রেস/ ট্যুর ইত্যাদিতে ব্যবসাতে জেলা প্রশাসকের অনুমোদন প্রয়োজন।

2 comments:

Ismail said... Udyokta

নিউজ পেপার খুলতে কি কি অনুমোদন লাগে?

Badal said... Udyokta

রাজনৈতিক অনুমোদন সবার আগে।