টি-শার্ট ট্রান্সফার পেপার।



এক ধরনের কাগজ আছে যেটায় যে কোন প্রিন্টার (টি-শার্ট পেপারে প্রিন্ট করার অপশন থাকতে হবে) দিয়ে প্রিন্ট করলে তারপর আয়রন করে টি-শার্টে বা জামায় লাগানো যায়। আগে একধনের রেডিমেড ডিজাইন পাওয়া যেত যা বাড়ি এনে আয়রণ করে জামায় বা টি-শার্টে লাগানো যায়। ঐ কাগজ আলাদাও পাওয়া যায়। যাতে আপনি নিজের ডিজাইন নিতে পারবেন।