কোয়েল চাষের সুবিধা:
- নূন্যতম জমি জায়গা প্রয়োজন
- কম বিনিয়োগ প্রয়োজন
- কোয়েল পাখী শক্ত গঠনের
- কম বয়সে বিক্রি করা যায় যেমন, পাঁচ সপ্তাহ
- কম বয়সে যৌনতা প্রাপ্ত হয় – ছয় থেকে সাত সপ্তাহ বয়সে ডিম পাড়া শুরু হয়
- ডিম পাড়ার উচ্চ হার – ২৮০ ডিম প্রতি বছরে
- কোয়েলের মাংস মুরগীর মাংসের থেকে সুস্বাদু ও কম চর্বিযুক্ত। ইহা বাচ্চাদের শরীর ও মস্তিষ্কের উন্নতিতে সাহায্য করে।
- কোয়েলের ডিম মুরগীর ডিমের পুষ্টিগত মান সমান। তার ওপর তাদের কোলেস্টেরলের মাত্রা কম থাকে।
- কোয়েলের মাংস ও ডিম গর্ভবতী ও সন্তান প্রতিপালনকারী মায়েদের পক্ষে পুষ্টিকর আহার।
গৃহ:
দুই ধরণের পদ্ধতি আছে
১. ছানা প্রতিপালন
- প্রতি বর্গফুট জায়গায় ৬ টি কোয়েল প্রতিপালন করা যায়।
- ২ সপ্তাহ পরে, কোয়েলকে প্রতিপালনের জন্য খাঁচায় রাখা যায়। এটি শারীরিক ওজন বৃ্দ্ধিতে সাহায্য করে, কারণ এর ফলে জন্তুদের অহেতুক ঘুরে বেড়ানো এড়ানো সম্ভব হয়।
২. খাঁচা ব্যবস্থা
বয়স
|
খাঁচার মাপ
|
পাখীর সংখ্যা
|
প্রহম ২ সপ্তাহ
|
৩ x ২.৫ x ১.৫ ফু.
|
১০০
|
৩- ৬ সপ্তাহ
|
৪ x ২.৫ x ১.৫ ফু.
|
৫০
|
- প্রত্যেকটি খাঁচা প্রায় ৬ ফুট লম্বা ও ১ ফুট চওড়া, ও ৬ ভাগে বিভক্ত।
- জায়গা বাচাঁনোর জন্য, খাঁচা ৬ তলা উচ্চ করা যেতে পারে। সেখানে ৪ থেকে ৫ টি খাঁচা পর পর রাখা যেতে পারে।
- খাঁচার নীচের অংশে সরানো যায় এমন কাঠের পাটাতন লাগানো থাকে যাতে পাখীর ফেলা নোংরা পরিষ্কার করা যায়।
- দীর্ঘ সরু খাবার পাত্র খাঁচার সামনের দিকে রাখা হয়। জলের পাত্র খাঁচার পেছনের দিকে রাখা থাকে।
- সাধারণতঃ বাণিজ্যিকভাবে ডিম প্রসবকারী কোয়েলদের ১০-১২ টি করে পাখি একেকটি খাঁচায় কলোনীর মত রাখা হয়। প্রজননের জন্য ১টি পুরুষ ও ৩টি মহিলা কোয়েল এই অনুপাতে খাঁচায় রাখা হয়।
খাদ্য নিয়ন্ত্রণ:
খাদ্য এই ভাবে তৈ্রি করা হয়।
Feed Ingredients
খাদ্যের উপকরণ |
Chick mash
শিশুদের খাদ্য |
Grower mash
বাড়ন্ত শিশুদের খাদ্য |
০-৩সপ্তাহ
|
৪-৬সপ্তাহ
| |
ভুট্টা
|
২৭
|
৩১
|
সরগম
|
১৫
|
১৪
|
তেল ছাড়া তুষ
|
৮
|
৮
|
কাঠ বাদাম কেক
|
১৭
|
১৭
|
সূর্যমুখী কেক
|
১২.৫
|
১২.৫
|
সয়া খাবার
|
৮
|
-
|
মাছ খাবার
|
১০
|
১০
|
ধাতু মিশ্রণ
|
২.৫
|
২.৫
|
খইল কণা
|
-
|
৫
|
- খাবার জিনিস ক্ষুদ্র কণা দিয়ে তৈ্রী হওয়া আবশ্যক
- ৫ সপ্তাহ পুরনো কোয়েল প্রায় ৫০০ গ্রাম খাদ্য খায়
- ৬ মাসের পুরনো কোয়েল, প্রতিদিন ৩০-৩৫ গ্রাম খাবার খায়।
- ১২টি ডিম পাড়ার জন্য কোয়েলের প্রায় ৪০০ গ্রাম খাদ্য প্রয়োজন।
- ৫ কেজি অয়েল কেক যোগ করে ৭৫ বার খাওয়ানোর জন্য ব্রয়লার স্টাটার ম্যাস ব্যবহার করা যেতে পারে। আরো একবার খাবারটা গুঁড়ো করা যেতে পারে
কোয়েল চাষ পরিচালনা:
- ছয় সপ্তাহ বয়সে, স্ত্রী কোয়েল সাধারণতঃ ১৭৫-২০০ গ্রা ওজন হয় ও পুরুষ প্রায় ১২৫-১৫০ গ্রা ওজন হয়
- ৭ সপ্তাহ বয়সে স্ত্রী কোয়েল সাধারণ্তঃ ডিম পাড়া শুরু করে ও ২২ সপ্তাহ বয়স অবধি চলতে থাকে।
- ডিম সাধারণতঃ বিকেলের দিকে পাড়ে
- কোয়েল ডিম সাধারণত ৯-১০ গ্রা অজন্র হয়
- পুরুষ কোয়েলের বুক ঢাকা থাকে সমান ভাবে ছড়ানো খয়েরী ও সাদা পালকে। মহিলা কোয়েলের চওড়া বুক ঢাকা থাকে কালো ছিট যুক্ত খয়েরী পালকে।
- মহিলা ও পুরুষ কোয়েলকে চার সপ্তাহ বয়সে আলাদা করে দেওয়া উচিত
- ডিম পাড়ার সময়ে কোয়েলের প্রতিদিন ষোল ঘন্টা আলো প্রয়োজন
কোয়েল ছানা প্রতিপালন:
সাধারণতঃ কোয়েল ছানার ওজন ৮-১০ গ্রা। ফলে কোয়েল ছানার বেশী উষ্ণতা প্রয়োজন। যথেষ্ট উষ্ণতার অভাব ও তীব্র গতি সম্পন্ন ঠান্ডা হাওয়া বাচ্চাদের এক জায়গায় জড়ো করে দেয় যার ফলে মৃত্যুর হার বেড়ে যায়।
প্রজনন:
- ৭ম সপ্তাহ বয়সে কোয়েল ডিম পাড়া শুরু করে। ৮ম সপ্তাহে কোয়েল প্রায় ৫০% ডিম পাড়ে
- জননক্ষম ডিম পাড়ার জন্য, ৮-১০ সপ্তাহ বয়সে স্ত্রী কোয়েলের সাথে পুরুষ কোয়েল প্রতিপালন করা উচিত
- স্ত্রী, পুরুষ অনুপাত ১:৫
- কোয়েলের ডিমে তা দেওয়ার সময় ১৮ দিন
- ৫০০ স্ত্রী কোয়েলের থেকে সাধারণতঃ প্রতি সপ্তাহে ১৫০০ কোয়েলের ছানা পাওয়া যেতে পারে
কোয়েলের রোগ:
- প্রসবকারী স্ত্রী কোয়েলের ভিটামিন ও মিনারেলের অভাব থাকলে ডিম ফুটে বেরোনো ছানাগুলি রোগা ও দুর্বল পা যুক্ত হয়। এই অবস্থা দূর করতে স্ত্রী কোয়েলকে যথাযথ ভিটামিন ও মিনারেল দেওয়া হয়।
- সাধারণতঃ মুরগীর ছানার থেকে কোয়েলের রোগ সংক্রমণ কম হয়। তাই কোয়েলের কোনো প্রতিষেধক প্রয়োজন হয় না।
- কোয়েল ছানার উপযুক্ত রক্ষনাবেক্ষণ করলে, প্রতিপালনের জায়গা সংক্রমণ মুক্ত করা হলে, পরিষ্কার খাবার জল দেওয়া ও উপযুক্ত গুন সম্পন্ন খাদ্য খাওয়ালে কোয়েল চাষের জায়গায় রোগ সংক্রমণ রোধ করা যায়।
কোয়েলের গোস্ত:
ছাল ছাড়ানো কোয়েলের ওজন জ্যান্ত কোয়েলের ৭০-৭৩%। ১০০ গ্রা কোয়েলের মাংস সাধারণতঃ ১৪০ গ্রা ওজনের কোয়েল থেকে পাওয়া যায়।
কোয়েল পালনের ঝুকিঁ:
- পুরুষ কোয়েল সাধারণতঃ অন্য এক ধরনের শব্দ করে যা মানুষের পক্ষে বিরক্তিকর
- যখন পুরুষ ও স্ত্রী কোয়েল এক সাথে প্রতিপালন করা হয় তখন পুরুষ কোয়েল অন্য কোয়েলকে ঠোকরায় ও তাদের অন্ধ করে দেয়। কোন কোন সময়ে, কোয়েলের মৃত্যু হতেও দেখা যায়।
2 comments:
koyel pakhi ke ki
gosol korate hoy
koyel pakir ki
gosol korano
ucit
মন্তব্য করুন